আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেফতার হল…..রাজাকাররা……শুনে মনে একটা তৃপ্তি পেলাম

আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।

আমি ভেবে পাই না এই রাজাকারের বাচ্চার কেমন করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশে জাতীয় পতাকা নিয়ে দামি দামি গাড়িতে ঘুরে বেড়ায়। আমি এই নিয়ে কয়েকটি লিখা লিখেছিলাম। ১/১১ এ সময় সব নেতা – কর্মীকে গ্রেফতার করে জেলে নেত্তয়া হয় ।কিন্তু জামাতের এই রাজাকারের বাচ্চগুলো কে কেন কেউ জেলে নিতে পারে নি । রাজাকারগুলো কি কোন অপরাধ নেই ??আমি এই প্রশ্নটা উত্তর খুজেঁ পাই না। যারা একাত্তরের হাজার হাজার বাংলার মানুষকে হত্যা করেছে যার যা কি না প্রমানিত তবুত্ত কেন এখনো রাজারের বাচ্চাদের বিচার করা হচ্ছে না। জাহানার ইমামের মত কি আর মা তার সন্তানহারনো বিচারের দাবিতে চিৎকার করতে করতে মারা যাবে !! আর বাংলার মানুষ এই ধর্ম ব্যাবসাহিদের সহ্য করতে। আর কত…..!!! কাল নিউজটা শুনে আমার আনেক ভাল লাগল বিস্তারিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও কেন্দ্রীয় নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করা হয়েছে৻ এর আগে ঢাকা মূখ্য মহানগর আদালত এই মামলায় জামায়াতের চারজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে৻ তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে৻ অল্প সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়৻ মি. নিজামীকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং মি. মুজাহিদকে সাভারে জাতীয় স্মৃতি সৌধের সামনে থেকে গ্রেফতার করা হয়৻ দলের নায়েবে আমীর মি. সাঈদীকে গ্রেফতার করা হয় ঢাকার মতিঝিল থানা এলাকায় শহীদবাগ থেকে৻ মামলায় অন্য একজন অভিযুক্ত হলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটির আমীর রফিকুল ইসলাম খান৻ রায় দেওয়ার সাথে সাথেই তা গণমাধ্যমে চলে আসে ও তার বাস্তবায়ন ঘটে৻ সরকার উদ্দেশ্যমূলকভাবে তাদের গ্রেফতার করেছে মোহাম্মদ কামারুজ্জামান, জামায়াত নেতা আদালতে হাজির হওয়ার নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় মঙ্গলবার সকালে এই চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়৻ এই মামলায় অভিযুক্ত ইসলামী ছাত্র শিবিরের নেতা আ স ম ইয়াহিয়া আদালতে আত্মসমর্পণ করার পর তাকে জামিন দেওয়া হয়েছে৻ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান বিবিসিকে বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে তাদের নেতাদের গ্রেফতার করা হয়েছে৻ ‘রায় দেওয়ার সাথে সাথেই তা গণমাধ্যমে চলে আসে ও তার বাস্তবায়ন ঘটে৻ সরকার যে উদ্দেশ্যমূলকভাবে তাদের গ্রেফতার করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই‘ বলেন মি.কামারুজ্জামান৻ আইনের চোখে সবাই সমান৻ আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগ নেতা গত মার্চ মাসে ইসলামী ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান ইসলামের নবী হযরত মোহাম্মদের সাথে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বলে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী একটি মামলা দায়ের করেন৻ আমি চাই অতি দ্রুত এই রাজাকারের বাচ্চাদের বিচার করা হয়……………………….তা না হলে আমাদের বাংলাদেশের………সন্তানহারা,মা……..দের………আত্না শান্তি পাবে……..না…….. বিচার চাই!!! বিচার চাই.!!!!!!!! রাজাকারেরদের………………..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.