আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
শৃংখলা আর বদ্ধতাই গ্রেফতার নয়,
চারদিকে লোহার শেকলই রুদ্ধতা নয়,
জাতির মেধায় শিক্ষকের ভরে দেয়া ভেজাল দর্শন
হাতের মুক্তিতে কড়া হয়ে
মগজের বাঁক বেয়ে বেয়ে
পেঁচিয়ে রাখে দড়ির মত আদর্শকে, সেটাই গ্রেফতার।
তাই গ্রেফতার বলতে পুলিশের ভ্যানে খালেদা -হাসিনার হাতনাড়া দৃশ্যকে বলবেন না; অনুরোধ!
দেশধ্বংসের জন্য আহবানি শিক্ষকেদের জেলে নেয়ার মত
সাহসী পদক্ষেপকে, ঘৃনার চোখে দেখে বলবেন না, প্লিজ। শাসকের পক্ষপাতমুলক, গ্রেফতার।
গ্রেফতার বলেন, সেই সমস্ত পরিবারকে যাদের প্রিয়জনের বিদায়ী বেদনায় চোখের জল আজ মুক্তির গান গায়, তাদের অন্তরের পায়ে পায়ে যে শেকল, তাকে।
গ্রেফতার বলেন, সেই সমস্ত সত মানুষদের যারা ঘুষ না দেয়ায় ব্যবসা করার অনুমতি পত্র পান নি, এতটা বছর, তাকে।
গ্রেফতার বলেন, খুলনার সে সমস্ত শ্রমিকদের যারা এসব রাজনীতি প্যাঁচে পড়ে একমুঠো ভাতের জন্য বন্দি জীবনের কাছে, তাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।