আমাদের কথা খুঁজে নিন

   

কাকের কন্ঠে মানুষের কন্ঠস্বর

mojnu@ymail.com

কাকের কন্ঠে মানুষের কন্ঠস্বর। টিয়া, ময়না ও তোতা পাখিকে মানুষ খাঁচায় বন্দি রেখে তাদের মানুষের মতো কথা শেখানো হলেও কাক কখনও মানুষের সুরে কথা বলে এমন ঘটনা বিরল। তবে অবিশ্বাস্য হলেও এবার কাক পোষা প্রাণীতে পরিণত হয়েছে রাজশাহীতে। কাকের কন্ঠে মানুষের বোল শেখানোর বিস্ময়কর এ কাজটি করেছেন রাজশাহীর পবা উপজেলার নওহাটার আশরাফ আলীর স্ত্রী রোজী (২৫)। তাই কাকের মুখে মানুষের বোল শুনতে এখন মানুষ ভিড় জমাচ্ছেন রোজীর বাড়িতে।

রোজী তার এই প্রভুভক্ত কাকটির নাম রেখেছেন কামিনী। রোজীর সুরে সুর মিলিয়ে স্পষ্টভাবে কথা বলতে পারে কাকটি। বাবা, মা, খালা-খালূ, মামা-মামী এমন শব্দে বেরুচ্ছে কাকের কন্ঠে। এমন কি নিজের নাম কামিনীসহ বিভিন্ন শব্দ মিষ্টি সুরে বলতে পারে কাকটি। কাকটিই এখন রোজির সবচেয়ে ভালো বন্ধু।

তবে টিয়া-তোতা বা ময়না যেভাবে কথা বলতে শিখে কাকটি সেভাবে কথা বলতে শেখেনি। কাকটি বাড়ির সদস্যদের কথা শুনে নিজে নিজেই কথা বলতে শিখেছে। রোজী জানান, প্রায় ৬ বছর আগে বাড়ির পাশে ঝড়ে আক্রান্ত কাকের ছানাটি কুড়িয়ে পেয়েছিলেন। কাকের ছানাটিকে বাঁচানোর জন্য প্রতিদিন গমের আটা গুলিয়ে অথবা ভাতসহ বিভিন্ন খাবার খাওয়াতেন। এরই মধ্যে কাকের ছানাটি প্রভুর মধ্যেই খুঁজে পায় তার নিজের স্বকীয়তা।

রোজীর স্নেহের পরশে ছানাটি বড় হতে থাকে। এক বছরের মাথায় কথা বলতে শুরু করে কাকটি । রোজীর ছোট্ট মেয়ে ঊষা ইতিমধ্যে প্রিয় বন্ধু বনে গেছে ওই কাকের। বন্ধুর সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে কামিনী। তথ্যসূত্র: যুগান্তর/নোয়াখালী ওয়েব


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।