আমাদের কথা খুঁজে নিন

   

আঁধার কাকের গল্প

অনুচ্ছেদ আঁধার কাকের গল্প ঘোরে ধূপনগর ললাটে আঁধার কাক যে গল্প করে জেটবিমানের হাটে সারি সারি অপেক্ষারই শরীর এবার সবাই বোধের ভেতর বধির বধির হয়েই স্বপ্ন বুনছে কালো এবং এরাই বাসছে আবার ভালো; ভালোবাসায় ফুলের বাগান খালি ফসিল হয়েই যাচ্ছে মিশে মালী মালীর বাড়ির দেয়াল ধ্বসে পড়ে রাজার বাড়ির কুকুর গাড়ী চরে গাড়ীর ভিড়েই পাচ্ছে খিদে ওদের খিদের বানান ভুল হয়ে যায় যাদের ইটের দালান ঝলমলে এই রাতে দুখের বাখান ছাপ ফেলে যায় চাঁদে নিয়ন বাতি বুকের বোতাম খোলে বুকের বোতাম ভোরের কেচ্ছা বলে ভোরের চুলে আকাশ মেলছে ডানা কাকের দলে ভোরের ভিড়তে মানা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।