আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের গুপ্তচর গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া



যুক্তরাষ্ট্রের রুশ গুপ্তচর চক্র ভেঙে দেওয়ার দাবির বিরুদ্ধে মঙ্গলবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের অভিযোগ স্নয়ুযুদ্ধকালের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এতে করে দু'দেশের সম্পর্কোন্নয়নের চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে রাশিয়া মন্তব্য করেছে। মঙ্গলবার রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রে রাশিয়ার গুপ্তচর চক্র পরিচালনার অভিযোগ ভিত্তিহীন এবং তা সমীচীন নয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এর সঙ্গে বৈঠকের কয়েকদিন পরই যুক্তরাষ্ট্র মঙ্গলবার রুশ গুপ্তচর চক্র ভেঙে দেওয়ার কথা জানিয়ে মস্কোর রোষে পড়ল।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, তারা গুপ্তচরবৃত্তির সন্দেহে রোববার ১০ জনকে আটক করেছে। তাদেরকে বোস্টোন, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ভার্জিনিয়া থেকে আটক করা হয়। ওই চক্রের আরেকজন অর্থাৎ, ১১ তম সদস্য ক্রিস্টোফার মেটাসোসকে সাইপ্রাসের পুলিশ আটক করেছে। বুদাপেস্ট যাওয়ার পথে লারনাকা বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। অর্থ পাচার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের 'ওয়ান্টেড' তালিকায় আছেন ক্রিস্টোফার।

গুপ্তচর চক্রটি রাশিয়া সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে তথ্য সংগ্রহ করে আসছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণাল এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন এবং এ ধরনের কর্মকান্ড সমীচীন নয়। কি কারণে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্নায়ুযুদ্ধকালীন কায়দায় গুপ্তচরবৃত্তির এমন অভিযোগ তুলল তা বোধগম্য নয় উল্লেখ করে রুশ বিবৃতিতে বলা হয়েছে, "এটি অত্যন্ত নিন্দনীয়। পুরো ব্যাপারটিই ঘটছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের ঘোষণার পেক্ষাপটের বিরুদ্ধে। " রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের অভিযোগের ব্যাখ্যা দাবি করেছেন।

ল্যাভরভ জেরুজালেম সফরকালে তার উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা বলেছে, "তারা ঘটনাটির কোনো ব্যাখ্যা দেয়নি। আমরা আশা করি তারা এর ব্যাখ্যা দেবে। " উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বসে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বার্গার খাওয়ার মধ্য দিয়ে দু'দেশের সম্পর্কে নজিরবিহীন উষ্ণতার যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল তা মিলিয়ে যেতে বসেছে সা¤প্রতিক এ ঘটনায়। কমিউনিস্টযুগে রাশিয়ার 'কেজিবি' গোয়েন্দাসংস্থা পরবর্তী মস্কোর 'এসভিআর' গোয়েন্দা সংস্থার সদরদপ্তর থেকে পাওয়া বার্তা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, 'তোমাদেরকে দীর্ঘ মিশনে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। " এতে আরো বলা হয়, "তোমাদের শিক্ষা, ব্যাংক একাউন্ট, গাড়ি, বাড়ি সবকিছুর উদ্দেশ্য একটাই।

আসল অভীষ্ট অর্জন করা। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক মহলে সম্পর্ক গড়ে তোলা এবং মস্কোর দফতরে তথ্য পাঠানো। " আটক ১০ জনের বিরুদ্ধে বিদেশি সরকারের চর হিসাবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৯ জনের বিরুদ্ধেই অর্থ পাচারের অভিযোগ রয়েছে। যার সাজা হতে পারে ২০ বছরের জেল।

লন্ডন ও ডাবলিনের কর্মকর্তারা বলেছেন, চক্রের সদস্যরা জাল ব্রিটিশ এবং আইরিশ পাসপোর্ট ব্যবহার করেছে কিনা তা খতিয়ে দেখছে আয়ারল্যান্ড এবং ব্রিটেন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.