নিজামী, মুজাহিদ আর সাঈদী গ্রেফতার..আর ব্লগে দেখতাছি কিছু ব্লগারের উল্লাস আর কিছু গেলমানের কান্নামূলক পোস্ট..।
প্রকাশ্য গেলমানরা অবশ্য প্রকাশ্যেই কান্নাকাটি করতাছি..আর ছুপা গেলমানরা ভিন্ন পথ অবলম্বন ধরছেন আর পোস্ট দিতাছেন , কমেন্ট করতাছেন এই বলে এটা বাকশাল আওয়ামী লীগের রাজনৈতিক চাল, কেন তারা এত ছোট মামলায় গ্রেফতার করছে,কেন যুদ্ধাপরাদী মামলায় গ্রেফতার করা হয়নি।
আমি তাদের কইতে চাইতাছি ঐসব রাজাকারদের তো পাকিস্তানে না থাইকা এদেশে কেন থাকে এই কারনেই গ্রেফতার করা যায়..এদেশের মানুষের সাথে বেঈমানী করা এসব কুত্তাদের এই বাংলার মাটি, বাতাস, পানি হারাম।
যতই শুচীলতার ভান ধরো না কেন ছুপা গেলমানরা, তোমরা তুমগোর লেন্জা লুকাইয়া রাখতে পারব না..আজকে তুমগো বাপেদের গ্রেফতারে বুজসি তোমগোর কইলজা ফাইটা কান্না আইতাছে, বাপেদের সোগায় সিদ্ধ ডিম দেওয়ার সিনের কথা মনে কান্নার জ্বলোচ্ছাস বইয়া যাইতাছে চোক্কে..তোমগোর জন্য আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করতাছি..
আর সরকারের প্রতি অনুরোধ আপনেরা যেন ছুপা গেলমানদের বাপেদের সোগায় আস্তে আস্তে ডিম ডুকান..যাতে ব্লগের গেলমানরা তাদের গেলমানাধিকার লংগিত হয়েছে বলে কোন পোস্ট না দিতে পারে..
আরেকটা এসব মায়াকান্না যতই দেখাও তোমগোর আব্বা হুজুরদের বাচাইতে পারবানা আর এসব মায়াকান্না এইখানে কেন??তোমগোর বাপজানদের দেশ ফাকিস্তানে যাইয়া কান্দো..এইদেশে কি???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।