একটি মোবাইল কোম্পানীর আ্যড এ বলেছিলো - জীবন থেকে বড় কিছু মিস হয়ে যাওয়ার আগেই আ্যকটিভেট করে নিন মিস কল আ্যলার্ট । কিন্তু মিসকল আ্যলার্ট আ্যকটিভেট করলেই সব কিছু মিস হওয়া ঠেকানো যায় না । এই যেমন আমার কথাই ধরুন । একবার মার্কেটে গিয়েছি , ঘুরতে ঘুরতে হঠাৎ এক মেয়ের দিকে চোখ আটকে গেলো । আমার মার্কেটিং মাথায় উঠলো ।
মনে হলো এই মেয়েটার জন্যই তো আমি এতোদিন অপেক্ষা করে ছিলাম । ড্রেস দেখার ভান করে আমি মেয়েটার দিকে আড়চোখে তাকাতে থাকলাম । কল্পনায় দেখতে থাকলাম আমার স্বপ্নর রাজকুমারীকে - তাকে আমি মনে মনে প্রপোজ করলাম , বিয়ে হলো এবং বাচ্চা - কাচ্চাও হলো(অবশ্যই কল্পনায়) । তারপর ? তারপর আর কি! আমি ভাবলাম মেয়েটার কাছে যেয়ে একটু কথা বলি । তার নাম জিজ্ঞেস করি ।
কিন্তু শেষ পর্যন্ত আড়ষ্টতা কাটাতে পারলাম না । পরে মেয়েটা সেই দোকান থেকে বের হলো । তারপর, কিছুক্ষণ পর মার্কেট থেকে চলে গেলো । আমার স্বপ্ন ভেঙ্গে গেলো । যেটা বলছিলাম, মিসকল আ্যালার্ট আ্যাকটিভেট করলেই সব কিছু মিস হওয়া ঠেকানো যায় না ।
আমি নিশ্চিত, এধরনের ঘটনা অনেকের জীবনেই ঘটেছে । কিন্তু এধরনের
"মিস" ঠেকানোর উপায় কি?আমার কাছে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলো । আর তাছাড়া বয়সের একটা ব্যাপার আছে । তখন বয়স কম । রাস্তা ঘাটে কোনো সুন্দরী মেয়ে দেখলে চোখটা অটোমেটিক কিভাবে যেন সেদিকে ঘুরে যায় ।
" যৌবন যার , যুদ্ধে যাবার ..আই মীন ..প্রেম করার তারই উপযুক্ত সময়" । তো, আমি মনে মনে ভাবতে থাকলাম , নেক্সট টাইম যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কি করবো । একটু সাহস করে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলেই হতো । মানুষের লাইফটা হিন্দী সিনেমা না, তারপরও ... । তো আমি চোখ বন্ধ করে ভাবতে থাকলাম ।
আমার ইনোভেটিভ থিঙ্কিং এবং এক্সপেরিমেন্টের রেজাল্ট এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি । অবশ্যই ফ্রীতে ।
তো, এধরনের পরিস্থিতিতে আপনি দুই ধরনরে পদ্ধতি অনুসরন করে প্রসিড করতে পারেন ।
প্রথম পদ্ধতিঃ কনভার্সেশন পদ্ধতিঃ
এটা কারো কারো জন্য খুবই সহজ পদ্ধতি; আবার কারো কারো জন্য খুবই জটিল পদ্ধতি । এটা আর কিছুই না, আড়ষ্টতা কাটিয়ে আপনাকে তার সাথে
কথা বলতে হবে ।
ভয় পেয়ে গেলেন ? ভয়ের কিছু নেই । আমি আমার অভিজ্ঞতা তো শেয়ার করেছি । একটু সাহস করে শুরু করলে বাকীটা খুব সহজে হয়ে যায় । তো, মার্কেটে যাওয়ার পর একটি মেয়েকে আপনার ভালো লেগেছে । এখন , ক্ষেত্রে নীচের নিয়মগুলো অণুসরন করুনঃ
১.১ আপনি ধীরে ধীরে তার পাশে যেয়ে দাড়ান ।
কোনো তাড়াহুড়ো করবেন না । স্বাভাবিক থাকুন । কোনোরকম অস্থিরতা দেখাবেন না ।
১.২ কথা শুরু করুন । কি বলবেন ? "Xcuse Me, আপনার সাথে একটু কথা বলতে পারি ?" - এভাবে কথা শুরু করতে পারেন ।
অথবা, এমনভাবে শুরু করুন যেন আপনি কোনো পরিচিত জনের সাথে তাকে গুলিয়ে ফেলেছেন । কথাবার্তার ধরন এমনো হতে পারে " Xcuse Me, আপনার নাম কি সামিয়া ?" ..."ওহ সরি, আপনাকে পরিচিত একজনের সাথে গুলিয়ে ফেলেছিলাম " ... -"Anyway, আপনার সাথে একটু কথা বলতে পারি ? " ... যদি দেখেন সে -ও পজেটিভ , তাহলে তো হয়েই গেলো । তা না হলে , আর বেশি না এগোনোই ভালো ।
১.৩ মনে রাখবেন , এক্ষেত্রে আপনার চেহারা, ফিগার, উপস্থিত বুদ্ধি , সাহস এবং ইনোভেটিভ আইডিয়া খুব গুরুত্বপূর্ণ ।
১.৪ যদি দেখেন , সে ইন্টারেস্টেড না, তাহলে আর না এগোনোই ভালো ।
একেক মেয়ে একেকে রকম হয় । সে যে আপনার প্রতি ইন্টারস্টেড হবেই , তার কোনো গ্যারান্টি নেই । ধরা যাক, কথাবার্তা এধরনের হলো - "Xcuse Me, আপনার সাথে একটু কথা বলতে পারি ?" এরপর যদি জবাব আসে - "না, আমি ইন্টারেস্টেড না" ; সেক্ষেত্রে আর কিছু না বলাই বলাই ভালো । সিনেমাটিক কিছু করার চেষ্টা করবেন না ।
দ্বিতীয় পদ্ধতিঃ চিরকুট পদ্ধতিঃ
অনেক সময় পরিস্থিতি এমন হতে পারে যে , তার সাথে আপনার কথা বলা সম্ভব না-ও হতে পারে ।
আপনি এধরনের কথোপকথনে দক্ষ না-ও হতে পারেন । তার সাথে গার্জিয়ান লেভেলের কেউ থাকতে পারে । হতে পারে , দোকানে লোকজন গিজগিজ করছে এবং তার সাথে কথা বলার পরিবেশ নেই । এখন কি আমরা হাল ছেড়ে দিবো ? নো, কাভি নেহি । এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তা হলো একটা কাগজে নীচের কথাগুলো লিখুনঃ
আপনাকে এই মাত্র ......এ দেখলাম ।
দেখে মনে হলো আপনার জন্যই এতাদিন অপেক্ষা করে ছিলাম । কিন্তু আপনার সাথে যে কথা বলবো , সেই সাহসটা করে উঠতে পারলাম না । তাই এই চিরকুট টা আপনাকে দিচ্ছি....আপনি যদি মনে করেন আমি আপনার যোগ্য তাহলে .....- এই নাম্বারে ফোন করুন ।
সেই সাথে পারলে আরো কিছু সাহিত্য যোগ করে দিতে পারেন । কিছু কিছু কথা প্লাস মাইনাস করতে পারেন ।
নিজের মতো কিছু যোগ করতে পারেন । এরপর কাগজটা একটা খামে ভরে নিয়ে তার কাছে যান এবং বলুন - "Xcuse Me, কাগজটা আপনার ব্যাগ থেকে পরে গিয়েছিলো " অথবা "এটা বোধ হয় আপনার"। এটা যদি কোনো ফাস্টফুড বা চাইনীজ রেস্টুরেন্ট হয়, আপনি সার্ভিস-বয় কে দিয়েও কাগজটা তার কাছে পাঠাতে পারেন । এরপর চলে আসুন । সে যদি ইন্টারেস্টেড হয়, তা হলে আপনাকে কল করবে ।
আর যদি তা না হয়, মন খারাপ করার কিছু নেই । পৃথিবীতে তো মেয়ে একটা না , তাই না ? আবার চেষ্টো করুন । আপনি সফল হবেনই ।
এই দুটি পদ্ধতির যেকোনোটি অণুসরন করলে আশা করি জীবন থেকে "বড়ো" কোনো কিছু মিস হয়ে যাওয়া ঠেকানো যাবে ।
বিশেষ দ্রষ্টব্যঃ
১. যারা মিষ্টি প্রেম বা সুইট রোমান্স করতে চান , কেবল তারাই এই ব্লগের নির্দেশনা অণুসরন করুন ।
অহেতুক টাঙ্কিবাজী করে আমার এই ব্লগ (এবং আমাকেও ) ডুবাবেননা । ইভ টিজিং এর প্রশ্নই আস না । নির্দেশনা ১.৪ কাঠোরভাবে অণুসরন করুন ।
২. এই ব্লগটি স্কুল/কলেজ/ভার্সিটির ছাত্র/ছাত্রীদের জন্য সম্পূর্নরূপে নিষিদ্ধ । ছাত্রনং অধ্যয়নং তপঃ।
এই ব্লগটি পড়ে যদি স্কুল/কলেজ/ভার্সিটির কোনো ছাত্র/ছাত্রী পড়াশোনা বাদ দিয়ে প্রেম/ভালোবাসা/গার্লফ্রেন্ডের দিকে বেশি সময় দেয়া শুরু করে তবে এই ব্লগের লেখককে কোনোভাবেই দায়ী করা যাবে না ।
৩. উপরের পদ্ধতিগুলো সম্পূর্ণ নিজের রিস্কে অণুসরন করুন । এটা অণুসরন করতে গিয়ে যদি কোনো ধরনের 'প্যাচকী'তে পড়েন কিংবা 'বাট' এ পড়েন , তাহলে এই ব্লগটিকে কোনোভাবেই দায়ী করবেন না ।
অবশ্য আপনি যদি আমার কথাগুলো সম্পূর্ন ফলা করেন (নীতিমালা ১.৪ দেখুন) , তাহলে সেধরনের সম্ভাবনা নেই বললেই চলে ।
৪. Kindly , এই পদ্ধতিগুলো আমি কখনো Apply করেছি কিনা, কিংবা Apply করে কোনো প্যাচকীতে পড়েছি কিনা এধরনের কিছু জানতে চেয়ে মন্তুব্য লিখবেন না ।
এটাতো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, তাই না ? আর আমি যদি তা আ্যপ্লাই করে বাটে পড়িই আপনার কোনো সমস্যা আছে ? আমার ব্লগ ভালো লাগলে প্লাস দেন , সময় থাকলে দুই একটা কমেন্ট করেন । আর ভালো না লাগলে মাইনাস দেন , দিয়া ফুটেন (LOL)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।