কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
সরকারী আধা সরকারী প্রতিষ্ঠান সহ যে সব প্রতিষ্ঠানে ঘুষ নামক বস্তুটির অবস্থান সেখানে এখন আরেক উত্তাপ সুষ্টি হইতেছে। ঘুষ হাতে দেয়ার কোন দরকার নাই। তার শেয়ার এর বি ও একাউন্টে ঘুষ জমা দিতে হবে। তবে শর্ত থাকে যে যদি তার টাকায় কোম্পানির শেয়ার উর্ধমুখি হয় তাহলে কাজের গতি বাড়বো। আর যদি কোম্পানির মূল্য নিম্নমুখি হয় তাহলে কাজের গতি মন্থর হয়ে যাবে।
এই পরিকল্পনা ঘুষ নামক বস্তুটির সাথে সম্পৃক্ত হইয়া যাইতেছে।
এখন কাজের গতি হইবে শেয়ার মার্কেট ঘেষা। তার সাথে উর্ধমুখি হইলে কাজ হবে সারাদেশে নইলে নিম্নমুখি হইলে কাজের গতি হইবে নিম্নমুখি। তখন সরকারী আমলারা বলবে মার্কেট ডাউন বড়ই দুশ্চিন্তাগ্রস্থ মার্কেট ভালো হইলে আইসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।