আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার মার্কেটে যে ভুলগুলো করেছিলাম....

শিক্ষানবিশ বলছি সেটা সেই ২০০৯ এর ডিসেম্বর। আমার প্রথম কোম্পানির চাকরি। ৯ ডিসেম্বর চাকরিতে জয়েন করলাম। অফিসে এসে লক্ষ্য করলাম অফিসের বেশির ভাগ লোকই শেয়ার মার্কেট নিয়ে নানা রকম আলোচনা নিয়েই ব্যস্ত থাকে । বাসায় যাওয়ার সময় গাডিতে বা আসার সময় বা দুপুরে লাঞ্চ পিরিয়ডে বা একান্ত কোন সময় ২/৩ জন কথা বলার সময় পেলেই শেয়ার বাজার প্রসঙ্গটা চলে আসে ।

তারই ধারাবাহিকতায় জানুয়ারি ২০১০ এর দিকে আমার শেয়ার বাজারে আসার চিন্তা ভাবনা চলে এবং মার্চ ২০১০ দিকে সবার সহযোগীতায় এই মহান বাজারে প্রবেশ করি । যাহোক মার্চ থেকে আগস্ট বা সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত মোটামুটি ভালই কাটল । ডিসেম্বর ২০১০ এ সেই ধ্বস আমার কচি মনটায় বড় একটা ছ্যাকা দিলো !! কোন মেয়ে দেয় নাই বলেই মনে হয় এটা আমার পাওনা ছিলো । প্রেম করি করি করেও আর করা হয় নাই , তাই ছ্যাকাটা খাওয়াও বাদ ছিলো । যাহোক , প্রথমে আমার এক কলিগ এর কথায় প্রাইমারি মার্কেটে এবং আরও কিছু দিন পর সেকেন্ডারি মার্কেটে বেশ কিছু টাকা ইসভেস্ট করি ।

ফলাফল যা হবার তাই হলো ... গণহারে ধ্বস ,শুধু ধ্বস বললে ভুল হবে একেবারে পাইকারি হারে ধ্বস ! খেলাম। যেন কিশোরী বয়সে গণধর্ষনের শিকার হলাম । মান সম্মান ইজ্জত সবই হারালাম । আমি শেয়ারগুলো কেনার আগেই তার পুর্ববর্তী বছরের কোন আয় , বোনাস ঘোসনা, শেয়ারটি অতিমূল্যায়িত কিনা ইত্যাদি বিষয়গুলোর কিছু্ই খেয়াল করিনি । বেশির ভাগই ছিল ব্যাংক সেক্টরের শেয়ার , যা সারা বছরই জমিয়ে রাখার কোন য়ৌক্তিকতা নাই , আমি তাই করেছিলাম ।

নিজে শেয়ার মার্কেটের তেমন খবর না রেখে অন্যের কথায় শেয়ারগুলো কিনেছিলাম যা মোটেও ঠিক ছিল না । সব শেয়ারের ডিভিডেন্ড বা বোনাস খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম , যা এখন দ্বিমত পোষন করি । হাতে ম্যাচুউর শেয়ার থাকা সত্বেও তা বেচা কেনা করিনি যা ছিল সব ভুলের মধ্যে শ্রেষ্ঠ ভুল । সবগুলো টাকাই সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করে বসেছিলাম যা ভাবলে এখনো গা শিউরে উঠে । যেসব শেয়ার কিনে ধরা খেয়েছিলাম সেই শেয়ারগুলো না কিনে আরও নতুন কোম্পানির শেয়ার কিনেছিলাম যেটা অনেকগুলো ভুলের মধ্যে অন্যতম ।

যাহোক, সুখের খবর হলো এতোদিন ধৈর্য ধরে শেয়ারগুলো পোর্ট ফোলিওতে রেখে দিয়েছিলাম । সম্প্রতি বাজার একটু উর্ধ্বমুখি টার্ন নিতেই আমি শেয়ার হাত বদল করতে থাকি এবং বাজারটি নিজেই ভাল করে বিচার বিশ্লেষণ করে সেই পুরানো কোম্পানির আরও কিছু শেয়ার কিনে এডজাস্ট করি । ফলে অল্প কিছু দিনের মধ্যেই আমার পোর্টফোলিও তে লসের পরিমান কমে খুবই অল্প পরিমান লাভ দেখাচ্ছে । তবে লস খাওয়ার সেই রাগটি এখনো মনের মধ্যে জ্বলন্ত আগুনের মতো দাউদাউ করে জ্বলছে । তবে এবার আর কোন ভুল নয় , পারলে যারা নির্দীষ্ট কোম্পানির শেয়ার কিনে প্রফিট নিয়ে কেটে পড়ে তাদের মতো করে আমিও আমার প্রফিট নিয়ে হানিমুন করতে যাব! ভাই ও বোনেরা , আমরা সবাই শেয়ার মার্কেটে লাভ করার জন্য আসি অথচ লস খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারিনা ।

তাই একটি বিশেষ অনুরোধ সবার কাছে , কেউ খুব ভাল ভাবে না জেনে শেয়ার মার্কেটে আসবেন না । আগে ভালভাবে জানুন , বুঝুন তারপর ধীরে ধীরে ইনভেস্ট করুন । । আশা করি কেউ ক্ষতিগ্রস্ত হবেন না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.