আমাদের কথা খুঁজে নিন

   

মার্কেটে ঝুলন্ত ঢাবি ছাত্রের লাশ

আবুল বাশার নামের ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতোকোত্তর পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি অমর একুশে হলের ৪০৪ নম্বর কক্ষে থাকতেন।
ওই হল সংলগ্ন আনন্দ বাজার সুপার মার্কেটের দোতলার একটি কক্ষে শনিবার দুপুরে বাশারকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ওই বিপণি বিতানে বাশার টিশার্টের ব্যবসা চালাতেন বলে তার রুমমেট ফুয়াদ উর রাব্বী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালও সন্ধ্যায় বাশার রুমে ছিল, তাকে স্বাভাবিকই লেগেছে।

কিন্তু রাতে সে বেরিয়ে যায়, পরে আর ফিরে আসেনি। ”
বাশারের ছোট বোন গুলে জান্নাত সাংবাদিকদের বলেন, তার ভাই দুই বছর আগে ‘মিট নেট’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান খোলে। এক বছর আগে সে একটি বাইং হাউসেও যোগ দেয়।
বাশারের বাড়ি ঝিনাইদহ জেলায়।
ঘটনাস্থলে পুলিশ গেলেও বিকাল পর্যন্ত লাশ নামায়নি।


শাহবাগ থানার পরিদর্শক শহীদ চৌধুরী বলেন, “সিআইডির তদন্ত দল আসছে, তারা আসলে লাশ নামানো হবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.