আমাদের কথা খুঁজে নিন

   

আমার -আপনার অংশ গ্রহেণর বিশ্বব্যাপী বিস্তৃত হউক এই মানব বন্ধন।


মার্কিনমূলকের কোন রাজনৈতিক নেতা বা অভিনেত্রীর হাড়ির খবর কিংবা হালফ্যাশানের মোবাইল বা গাড়ির আবির্ভাব বার্তা অথবা নর্দমা থেকে বিড়াল ছানা উদ্ধারের কাহিনী আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া আর সংবাদপত্রগুলোতে বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়। অথচ গত ২৬ জুন ২০১০ মানব সৃষ্ট বিপর্যয় থেকে এই ধরত্রীকে রক্ষার লড়ইয়ের অংশ হিসাবে সমগ্র যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যখন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাতে হাত ধরে মানব বন্ধন রচনা করেছে, সে খবর আমাদের সকল প্রচার যন্ত্র যেন বেমালুম চেপে গেল। মিডিয়া কেন সংবাদটি চেপে গেল? সাম্প্রতি মেক্সিকান উপসাগরে বিশ্বের শীর্ষ তেল অনুসন্ধান ও উৎপাদন কোম্পানী ''ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)''এর তেলক্ষেত্রে ঘটে যাওয়া দুর্ঘটনায় ফলে প্রাকৃতিক পরিবেশ আজ যে ভয়ংকর বিপর্যয়ের মুখে তাতে পরিবেশ সচেতন মানুষ মাত্রই আতংকিত । এই দূর্ঘটনা মার্কিনমুলুকে সমুদ্র বক্ষে তেল অনুসন্ধান ও উৎপাদনের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলেছে। ''No offshore Oil Drilling '' , '' Yes to Clean energy'' শ্লোগান নিয়ে গত ২৬ জুন ২০১০ যুক্তরাষ্ট্রের সমূদ্র সৈকতগুলোতে যে হাজার হাজার মানুষের অংশ গ্রহণে Hands Across The Sandশিরনামে মানববন্ধন কর্মসূচি পালিত হল।

যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরাও স্ব স্ব দেশে একই কর্মসূচিতে শামিল হয়েছিল। এই কর্মসূচির ব্যাপকতা তেল-খনিজ অনুসন্ধানে নিয়োজিত তাবৎ দুনিয়ার কর্পোরেট কর্তাদের ঘুম হারাম করে দেবার উপক্রম করেছে। বর্তমানে সমগ্র বিশ্বে জ্বালানি নিরাপত্তার প্রশ্নের চেয়ে প্রাকৃতিক পরিবেশের সুস্থতার দাবি সামনে চলে আসছে। যা কর্পোরেটদের বিলিয়ন বিলিয়ন ডলারের স্বপ্ন কে ধুলিস্মাৎ করবার উপক্রম করছে। জ্বালানি সেক্টরের কর্পোরেটদের প্রচেষ্টায় আমাদের দেশেও জ্বালানি সংকটের দোহাই তুলে উমুক্ত পদ্ধতিতে বড় পুকুরীয়া এবং ফুলবাড়িতে কয়লা উত্তোলনের মাধ্যমে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দেশ কে ঠেলে দিচ্ছে।

ঠিক সেই মুহুর্তে ধরত্রী কে রক্ষার প্রয়াস Hands Across The Sand কর্মসূচি নিঃসন্দেহে এদেশের নিয়োজিত কর্পোরেট কর্তা আর তাদের পদলেহন কারী মিডিয়ার জন্য ও আতংকের কারণ। তাদের কাছে কখনওই কাঙ্খিত নয় যে যুক্তরাষ্ট্রে মানুষের তিক্ত অভিজ্ঞতা জাত সচেতন একতার লঢ়াই সুধুর বাংরাদেশ পর্যন্ত বিস্তৃত হউক। কর্পোরেট মিডিয়ার নীতি হচ্ছে যে, পরিবেশ বা অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সংকটগুলোকে ঠিকই তাদের মত করে জনগনের সামনে নিয়ে আসবে। এই সংকট কে কেন্দ্র করে খুজবে নতুন বাণিজ্যের ফাঁক ফোঁক। কিন্তু, মানুষ যদি ঐক্যবদ্ধ ভাবে পরিবেশ বা অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সংকটগুলোকে নিজেদের মত করে মোকাবেলা করতে চায় , তবে স খবর বেমালুম চেপে যাবে।

যেমন বাংলাদেশের মিডিয়া চেপে গেছে বহুল আলোচিত ভুপাল দুর্গটনার মামরার রায় ঘোষনার পর সমগ্র ভারতে ব্যাপক প্রতিক্রিয়া ও আন্দোলনের সংবাদ; ঠিক তেমন চেপে গেছে ২৬ জুন ২০১০ এর Hands Across The Sand কর্মসূচি । বাংলাদেশের পরিবেশ রক্ষার লড়াই নিয়োজিত সচেতন মানুষদের অনুপ্রাণিত করতে ২৬ জুন ২০১০ এর Hands Across The Sand কর্মসূচির কিছু ছবি। Moonstone Beach, Humboldt County, ক্যালিফোরনিয়া। Short Sands Beach, Oregon। Blue Mountain Beach, ফ্লোরিডা।

Coney Island, নিউইয়র্ক। San Francisco Bay in Albany, ক্যালিফোরনিয়া। Siesta Key Beach, ফ্লোরিডা। Tampa , ফ্লোরিডা। San Francisco's Ocean Beach।

Montauk , নিউইয়র্ক। Anchorage, আলাস্কা। Alki Beach, সিয়াটল। Neptune Beach near Florence, Oregon। Redington Shores Beach, ফ্লোরিডা ।

Santa Monica ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.