আমাদের কথা খুঁজে নিন

   

চায়ের স্বাদ সুধু তাপমাত্রা আর আর্দ্রতার উপর নয় বায়ুর চাপের উপরও নির্ভরসিল



আর্থাত তাপমাত্রা আর আর্দ্রতার মত বায়ুর চাপ বারলে / কমলে চায়ের স্বাদও বারে / কমে । গতপরসু রাত থেকে আয তক আমি ১ বারও চা খেয়ে মযা পাচ্ছিনা ; আথচ ঐ চা ই আমি তার আগের কয়েকদিন খুব মযা করে খেয়েছি এবং প্রসংসাও করেছি । এমন ঘটনা আগেও বেস কবার ঘটেছে আমি বুঝিনি এবার বুঝলাম । গতপরসু রাত থেকে বায়ুর চাপের ব্যাপক তারতম্য লক্ষ করেছি বলেই বিসয়টা ামার কাছে স্পস্ট হয়েছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।