প্রত্যাবর্তন
চায়ের কাপে ঝড় উঠেছে
আজ তুফানবেগে,
সকল ক্লান্তি,জড়তা ভেঙে
আজ উঠব জেগে।
আজ নেই কোন ঘুম
শুধু চেয়ে থাকা,
আজ হতাশা ভুলে
গড়ব জীবন সখা।
ক্লান্তিকে আজ দেব ছুটি
মেলব রঙ্গিন পাখা দুটি
জীর্ণতাকে করব মুঠি
করব ছিড়ে কুটি কুটি।
আগলখানা খুলব টেনে
চলব ছুটে আকাশ পানে।
ভয়-ভীতি সব দেব ছুড়ে
আলস্যকে ফেলব মুরে
অকাজগুলো ভেঙে চুরে
কণাগুলো ছুড়ব দুরে।
বি দ্র: এটা আমাদের দুজনের প্রথম যৌথ কবিতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।