আমাদের কথা খুঁজে নিন

   

বিলবোর্ডের মেয়ে

/

বিলবোর্ডের মেয়ে, স্বর্গের ধাপে দাড়িয়ে কি ভাবছিলে আনমনা পড়েছ হঠাৎ, দু হাতে নামার প্রতীক্ষায় রাস্তার পাশে অগুনতি দিন ঘাম বর্ষায়, ট্রাফিকের সিন্ধু নদে ফোয়ারার মিহি বৃষ্টিতে গোল চত্তরে, চৌরাস্তার মিশেলে চালকের সাবধান বাণীতে পাতিনি কান। নিউমার্কেটের ফুটপাথে পারিজাত বৃষ্টিতে ভিজে মোনালিসাকে সস্তায় বেচি, তোমার ঠোঁট বোজা হাসি অপরূপ তুচ্ছ সকলই আর কে বলে জুলিয়া, মাধুরীই বা কে সে তোমার বাঁকানো ভঙ্গিতে শামীম শিকদার হা করে বসে থাকে গজগামিনী হাতে মকবুল ফিদা কাঁদে তোমার মোহনীয়তার পাশে ফ্রিডার পোর্ট্রেট লাগে কিম্ভুতকিমাকার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।