যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........
আমাদের দেশে সাধারনত আমরা দেখি ছেলেরা মেয়েদের প্রপোজ করে। র্যাংগস আনাম প্লাজার সামনে এক মেয়ে তার ছেলেবন্ধুকে বিয়ের জন্য প্রস্তাব পাঠায়। তবে প্রস্তাব পাঠানোর উপায় অভিনব!! বিলবোর্ডের মাধ্যমে!!
তোলপাড় ইয়ং জেনারেশনের মধ্যে! কেই এই মেয়ে অথবা কে এই ছেলে!! ফেবুতে তোলপাড়! শেষ পর্যন্ত বের হলো এই মেয়ে আর কে এই ছেলে!!
এই "মেয়ে" যেনতেন মেয়ে না। তিনি North South University-র ইকোনমিক্স ডিপার্টমেন্টের সম্মানীয় ফ্যাকাল্টি Parisa Sakur! ভাগ্যবান এই প্রস্তাব পাওয়া ছেলের নাম সাজেদ রাহমান।
তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেই প্রার্থনা করি আমরা সবাই
পরিশেষে একটা কথা!! আপু আপনি যখন আপনার বন্ধুকে বিয়ের জন্য প্রস্তাব করেন তখন ছিলো শীতকাল!! আপনি যেই বিলবোর্ড ভাড়া নিয়েছেন তার ভাড়া এবং প্রিন্টিং বাবদ কমপক্ষে ৬০/৭০ হাজার টাকা খরচ হয়েছে!! আপু এই টাকাটা কি শীতার্ত মানুষের জন্য দান করা যেতো না!! এটা কিন্তু এক রকম বিলাসীতা। আপু আপনার এক সময় বাচ্চা হবে!! আশা করি তার জন্মদিনের উৎসবের টাকাটা দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিবেন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।