যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
অপরাহ্ণ পার হলে
গোধুলির অপেক্ষায় সময় ছুটে,
ভাবি আমি বেশ ছিলাম খানিক আগে
প্রিয়তমাকে কাছে পেয়ে।
ঘোর অন্ধকারে ডুবে যাই ঘুমে,
আরেকটু মায়াজালে থাকবো, এই ধ্যানে;
হৃদস্পন্দন বাড়ে প্রতি ভোরে।
অল্প প্রাণ জীবন আমার,
রিক্ত নয়,তবুও মেলেনা রঙ্গের বাহার।
রঙ্গিন ভাবনাকে আজ মুক্ত করে দিলাম,
বেঁচে থাকাকে তাই জানাই প্রণাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।