আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটু উদার হলে, জাফলং

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

তালশাস ক্রমশ শক্ত হয়ে যাচ্ছে, পায়ের তলায় ভেলা মাটি, নৌকাগুলি প্রমফ্লেট ওঠার সন্ধেয় চপ্পলগুলি দ্বীপে আর দ্বীপগুলি আমার লেখার খাতায় চলে আসে চতুর নিউটনের চতুর্থ সূত্রের মত। প্যান্টে দাগ রেখে গেলে আর্কিমিডিস রাগ করেন, হুলা হুলা গান গান আর বেলি ড্যানসে বেলা যায়, মন্দাকিনীর বাজার মন্দা, মেরি পিয়ার্স মেরি হয়ে যায়। চট্টগ্রামে কোথাও বা জলের ছোপ মুছে গেল বড় তাড়াতাড়ি। নেহা ধুপিয়ার সংবেদনশীল শরীর তখনও বন্ধ টিভির কাঁচে রেখে গেছে ধুপের গন্ধ। খবর হয়ে ওঠে কিম্বা খাদ্য সেগুলি কুসুমপুর, কম্পাসের কাঁটা বলছে ফান্ড উঠলে জাফলং ঘুরে আসতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।