আমাদের কথা খুঁজে নিন

   

..আরেকটু সময় বৃদ্ধি করলে ..

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

একখানা ব্লগ লিখব... গল্প কবিতা কিঙবা ছড়া ?? এই গরমে এসব ভাইব্যা মাথা আরো গরম করবার কোন কারণ দেখি না । তাই অন্য কিছু .. দেশ-রজানীতি-পানি-গরম সবই দেখি সমান উৎসাহে ব্লগে পাল্লা দিয়ে চলছে । আমরিকা-পাকিস্থান কিঙবা ইন্ডিয়া এখন দুধভাত, তাই সে বিষয়ও থাক । তাহলে ভাবি আর কি ?? সময় কম, ৫৬ মিনিটের পরীক্ষায় প্রথম ১০ মিনিট প্রস্তুতি মুলক, মানে ইলেকট্রিসিটি আসবার পর, কম্পিউটার অন, তারপর ব্রাউজার চালু করে ইন্টারনেট এর গতি সবকিছু মিলয়ে একটা মহা ভাগ্যের বিষয় ... তারপর ব্লগ খুলে বসা, বসে পড়ব না আগে লিখব ?? দু-চারটা ব্লগ না দেখে নিলে তো বিপদ, কমন পড়বার সমূহ সম্ভবনা । অন্য ব্লগার বলবে খাতা দেখে লেখছে, লাল কলমে কেটে দিয়ে দাগাবে মাইনাস !! সেই ব্লগ দেখতে দেখতে আরো ১৫ মিনিট... তারপর লিখতে বসা , কিন্তু এই পরীক্ষায় বসে মনেহয় সবই তো কমন পড়ছে কোনটা ছাইড়া কোনটা লেখি, মাথায় চুল ভর্তি সেগুলো তো ছিড়তেও সময় লাগে কি আর করা!!! বসে বসে পানি খাই, গলা শুকায় আবার পানি খাই যা গরম , মাথা কাম করে না । মাথার দোষ দিয়া কি লাভ ?? এতো কম সময়ে কি এমন পরীক্ষা দেওয়া যায় ?? কর্তৃপক্ষের কাছে তাই আবেদন আরেকটু সময় বৃদ্ধি করলে অন্তত ভাবনার সময়টা পাওয়া যাইত, সময় নাই...গেলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।