"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
জানালার ওপাশে কি দ্যাখো ছেলে
সরে এসো ফিরে এসো ঘরে
নতুবা আকাশ ঘন হতে হতে ছড়িয়ে দেবে
নীল খাম চিঠি তোমার পকেটে
উড়ো রোদ লেগে সানবার্ন হবে
সানস্ক্রীন খুঁজে খুঁজে হারাবে নিজেকে।
সরে এসো ফিরে এসো ছেলে
নয়তো এইবার চাটকানা খাবে।
( এই কবিতাটি আমি কবি মাইকেল মেহেদী জুনিয়রের একটি কবিতা থেকে কপি করেছি। আজকাল সামুতে অরিজিনাল পোস্টের বড়ই অভাব। তাই আমিও একটা কপি মারলাম)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।