রোববার সকাল ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকায় সেতুর মূল কাঠামোর ঢালাই দেয়ার সময় কাঠ ও বাঁশ খুলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ সাংবাদিকদের জানান, মাধবদী এলাকায় ছাগল বাঘিনী নদীর উপর সেতুটি নির্মাণ হচ্ছে। মনোয়ার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ করছে।
এ ব্যাপারে উপজেলা এলজিইডির প্রধান প্রকৌশলী এহসানুল হক সাংবাদিকদের জানান, ৮০ মিটার দৈঘ্যের এ সেতুটির প্রকল্প ব্যয় আনুমানিক ৪০ লাখ টাকা। ২০১২ সালের জুন মাসে এর দরপত্র আহবান করা হয়েছিল। চলতি বছরের জুন মাসে নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা।
প্রকৌশলী আরো জানান, দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।