আমাদের কথা খুঁজে নিন

   

নির্মাণাধীন সেতু ভেঙে শ্রমিক নিহত

মাগুরা সদর উপজেলার চাপড়া এলাকায় গতকাল বিকালে নির্মাণাধীন একটি ব্রিজ ভেঙে রাজীব পাটোয়ারি (২৬) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন ও অন্য পাঁচজন আহত হয়েছেন।

চাপড়ার একটি খালের ওপর প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণকাজের তদারকিতে ছিল সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ অনেকে জানান, বিকাল ৪টার দিকে ব্রিজের পশ্চিমাংশের মূল পাটাতনের ঢালাইকাজ চলছিল। হঠাৎ পাটাতনের নিচে দেওয়া সেন্টারিংয়ের বাঁশ ভেঙে গেলে ঢালাই দেওয়া অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে কর্মরত নির্মাণশ্রমিকদের মধ্যে রাজীব পাটোয়ারি ঘটনাস্থলেই মারা যান।

আহত হন জুয়েল, আবু বক্কার, তরিকুল ইসলাম, নয়ন ও শফিক। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢালাই অংশের নিচে সাপোর্ট হিসেবে দেওয়া সেন্টারিংয়ের জন্য ব্যবহৃত বাঁশগুলো যথেষ্ট মজবুত ছিল না বলে আহত শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে। নির্মাণ প্রতিষ্ঠান স্বাধীন এন্টারপ্রাইজের নামে শহরের দরিমাগুরা আদর্শপাড়ার এক ঠিকাদার কাজটির দায়িত্বে ছিলেন। ঘটনার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হবে। এ ছাড় ব্রিজের নির্মাণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.