আমাদের কথা খুঁজে নিন

   

পুরান ঢাকায় নির্মাণাধীন ভবনে ধস

শুক্রবার সকাল ১০টার দিকে রঘুদাস লেনে ভবনটি ধসে পড়ে বলে পুলিশ জানায়। তবে এতে কেউ হতাহত হননি।
সূত্রাপুর থানার ওসি মোহাম্মদ খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটির নির্মাণ কাজ চলছিল। সকাল ১০টায় হঠাৎ এর কাঠামো ধসে পড়ে। তবে সে সময় সেখানে কেউ ছিলেন না।


তিনি জানান, মো. তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ওই ভবনের মালিক। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে তাদের একটি দল ঘটনা্স্থলে যায়। তবে তারা কাউকে আহত অবস্থায় পাননি। মালিকপক্ষের কেউও ঘটনাস্থলে ছিলেন না।


ভবন ধসের কারণ জানা না গেলেও এলাকাবাসী বলছে, ঠিকমতো পাইলিং না করেই কিছুদিন আগে ভবনের কাঠামো দাঁড় করানো হয়।
ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন নেয়া হয়েছিল কি-তা, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।