দক্ষিণ আফ্রিকা-২০১০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই গতবারের চ্যাম্পিয়ন ইতালি বিদায় নিয়েছে। গ্রুপ পর্বের শেষ খেলায় তারা প্রতিপক্ষ শ্লোভাকিয়ার কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে। এই গ্রুপ থেকে নিউজিল্যান্ডের সাথে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২য় রাউন্ডে উঠেছে প্যারাগুয়ে, শ্লোভাকিয়া হয়েছে গ্রুপ রানার্সআপ। এর ফলে গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ইতালি ও ফ্রান্স দুই দলই প্রথম রাউন্ড থেকে বাদ পড়লো।
ইংল্যান্ড ও জার্মানীও প্রায় ধরা খেয়ে গিয়েছিলো, অল্পের জন্য তারা বিদায় হতে বেঁচে গেছে।
শিরোপার অন্যতম দাবিদার স্পেনের ভাগ্য এখনো ঝুলে আছে। মনে হচ্ছে এবারের বিশ্বকাপটা হবে অন্যান্যবারের তুলনায় সবচেয়ে বেশী অঘটনের বিশ্বকাপ। এই অঘটনের মাঝেও ব্রাজিল ও আর্জেন্টিনা সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে।
দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়। কারা জেতে বিশ্বকাপ।
অপেক্ষায় থাকলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।