আমাদের কথা খুঁজে নিন

   

লুঙ্গি পরিধান করে সিনেমা হলে সিনেমা দেখা বে-আইনী --- নায়ক ফারুক!

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা...

আজ সকালে এনটিভি'র এক অনুষ্ঠানে নায়ক ফারুক কয়েকটা আইন শুনালেন। সিনেমা হলে দর্শক বাড়ানো শীর্ষক এই অনুষ্ঠানে তিনি সিনেমা হলে ছবি দেখার নিয়ম কানুন বলছিলেন। যতদূর মনে পড়ে-- ১. লুঙ্গি পরিধান করে সিনেমা হলে প্রবেশ করে সিনেমা দেখা যাবে না। ২. সিটি মারা যাবে না (যদিওবা তিনি এই বিষয়টা কিছুটা শিথিল করেছেন!)। আমি বহুদিন আগে তার একটা ছবি কয়েক পলকের জন্য দেখেছিলাম।

সেখানে তিনি কিন্তু লুঙ্গি পরিহিত নায়কই ছিলেন। আমার প্রশ্ন, জগতে এতো কিছু থাকতে তিনি কেনো লুঙ্গির পেছনে লাগলেন? নিজে লুঙ্গি পড়ে সিনেমায় নায়ক সেজে যাবেন আর পাবলিক লুঙ্গি পড়ে সেই ছবি দেখতে পাবে না এটা কেমন আইন? তার দেশপ্রেমই বা কেমন? --- এডিট করলাম। গালাগালিটা মেজাজ খারাপ থেকে করলাম। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হয়ে এসব বলা তার ঠিক হয় নাই। তার উচিত অতি সত্ত্বর এদেশ ত্যাগ করা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.