আমাদের কথা খুঁজে নিন

   

......সমর্থন, সমর্থক

এখন যেখানে লিখি : http://shorob.com/author/yaad/

বিশ্বকাপ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে পক্ষে-বিপক্ষে কত পোস্ট এসেছে সেটা গুনে শেষ করা যাবেনা। অধিকাংশই অযৌক্তিক ব্যক্তি আক্রমন ছাড়া আর কিছুই নয়। আর্জেন্টিনা অথবা ব্রাজিলের সমর্থন করলে কি একে অপরের উপর হামলে পড়তে হবে নাকি!! অনেকে বলবেন এটা নাকি বিনোদন! হায়! হায়! বলে কি! দল বেঁধে অন্যের কুৎসা রটানো কেমন বিনোদন?? দু-একদিন ধরে দেখছি কাকের শরীরে কাকা'র ছবি জুড়ে দেয়া! একজন ব্লগে সেটা নিয়ে একটা পোস্ট দিয়ে বললেন তিনি নাকি সেটা শেয়ার না করে পারেননি। মনে হচ্ছে শেয়ার না করলে উনার বিরুদ্ধে মামলা করা হতো। কাকা কোন নির্দিষ্ট দল বা ক্লাবের খেলোয়াড় না।

কাকা'র মত খেলোয়াড় হল গোটা ফুটবলের সম্পদ। সর্বকালের সেরা ২০ জন মিডফিল্ডারের নাম বলতে হলে সেখানে কাকার নাম অনায়াসে চলে আসবে। এখন আর্জেন্টিনা সমর্থন করি বলে কি কাকা'র প্রতি নূন্যতম শ্রদ্ধাটুকুও রাখা পাপ?? ম্যারাডোনার ক্ষেত্রেও বলা যায় একি কথা। নানা কেলেংকারিতে জড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছে, কিন্তু স্বয়ং ম্যারাডোনাও পারবে না, নিজের কীর্তি মুছে ফেলতে। অথচ কত অনায়াসে আমরা তাকে গালিগালাজ করি।

আমি নিজে আর্জেন্টিনার সমর্থন করি। কিন্তু আমার প্রিয় ফুটবলার হলো রোনালদিনহো। ব্যক্তিগত স্কিল, পাসিং, মুভমেন্ট, সৃষ্টিশীলতা, নৈপুন্যে রোনালদিনহো'র সাথে তুলনা করা যায় এমন কোন খেলোয়াড় খুঁজে পাইনা। আবার নাইটক্লাবে পড়ে থাকা, অবৈধ সন্তানের বাবা হওয়া, দলের প্রতি খামখেয়ালীপনা এসব অভিযোগও কিন্তু রোনালদিনহোর বিরুদ্ধে আছে। তাই বলে কি তার কীর্তি মুছে যাবে? কয়েকদিন আগে এক সম্মানিত ব্লগার বললেন, ৮৬ পরবর্তী প্রজন্মের নাকি আর্জেন্টিনার সমর্থন করার কোন উপযুক্ত কারন নেই?? ভাবখানা এমন উনার কাছ থেকে সবাই জেনে নিবেন, কে কোন দলের সমর্থন করবেন?!! বাতিস্তুতা, মেসি, তেভেজ, ক্রেসপো, রিকুয়েমে এদের সবার কথা বাদ দিলাম পুরো আর্জেন্টিনা দলের সামগ্রিক দর্শন কি যথেষ্ট নয় সমর্থন করার জন্য? অবশ্য কিছু মৌসুমী সমর্থক সব দলেই আছে, তাদের কথা আলাদা।

কে ভালো, কে সেরা এসব বিষয় নিয়ে বিতর্ক থাকবে। তাই বলে সেটা যেনো অযৌক্তিক কোন বিতর্কে পরিণত না হয়। ফুটবল অনেক সুন্দর খেলা। সেটাকে নোংরা বিতর্কের বিষয়ে পরিণত করাটা দু:খজনক। ফুটবল নিয়ে এমন অনেককে ভয়াবহ তর্ক করতে দেখছি যারা ফুটবল মাঠের দৈর্ঘ্য-প্রস্থটুকুও জানেন না!! ব্রাজিল-আর্জেন্টিনা কে কতবার ইউরো চ্যাম্পিয়ন (!!!!) হয়েছে সেটা নিয়ে বাংলাভিশনের এক টকশো তে দুই তরুণ কথা বলছিলো! ব্লগার নাফিস ইফতেখারের একটা কথা বেশ ভালো লেগেছে, "সমর্থক হওয়ার পাশাপাশি দর্শক হওয়াটাও জরুরী।

" অন্য দলের দোষ ধরার আশায় যদি আপনি খেলা দেখতে বসেন তাহলে ফুটবল আপনাকে বিনোদন দিতে পারবে না। অন্য দলের প্রতি শ্রদ্ধাবোধ দেখালে খেলাটা যেমন উপভোগ্য হবে, তেমনি নিজ দলের প্রতি ভালো লাগাটা আরো দৃঢ় হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.