আমাদের কথা খুঁজে নিন

   

সমর্থন

আমি ভাই নির্ভেজাল সেই বাচ্চাকাল থেকে আমরা ভালো জিনিসের সমর্থন করা শিখে এসেছি বিভিন্ন অবস্থান থেকে। পরিবার, স্কুল, কলেজ এবং ভার্সিটি(যদিও এখন ভার্সিটি এগুলা নিয়ে মাথা ঘাটায় না) থেকে আমরা নানাভাবে ভালো বিষয়ের সমর্থন করাটা বুঝেছি, শিখেছি। যে গরুটি দুধ দেয় তার সমর্থন আমরা এমনিতেই করি, সুতরাং তার দু একটা লাথি খেতেও ভালো লাগার কথা। আমরা অনেক বেশি আশা করি। বাঙালি অনেক আশাবাদী এক জাতি।

এজন্য যথেষ্ট গর্ববোধ করি। গতকাল রাতে shawshank redemption মুভিটা দেখেছি। অনেকেই দেখেছেন, একটা পার্টে মরগান ফ্রিম্যান বলেছিলেন,"আশা হল সবচেয়ে বিপজ্জনক জিনিস। প্রত্যুত্তরে, টিম রবিন্স বলেছেন, না, আশা হল সবচেয়ে সুন্দর একটা ব্যাপার। আমি দুটো কথাই মানি।

আশা করি বলেই আমরা সমর্থন করি। গতকালের ম্যাচ দেখে ব্লগে অনেকেই অনেক যা তা লিখেছেন, কথা দিয়ে ধুয়েছেন আমাদের ক্রিকেটারদের । এরাই কিন্তু আগের দুটি ম্যাচ জিতেছিল। এরাই এশিয়া কাপে ফাইনাল পর্যন্ত লড়েছে। আর কতটুকু আপনি চান? এখনি ওয়েস্ট ইন্ডিজ এর মত দলকে হোয়াইটওয়াশ করুক।

এতটাই সহজ ক্রিকেট? অস্ট্রেলিয়া তো টেস্টেই ৭০ রানে অলআউট হয়েছিল। তো, তারা কি খারাপ দল? সমর্থন করুন, কিন্তু শুধু জিতলেই না। মনে রাখবেন, ওই ১১ টা ছেলে কখনোই হারার জন্য খেলে না, আউট হওয়ার জন্য ব্যাট করে না। ভাগ্য সাথে না থাকলে কিছুই হয় না। সুতরাং, উল্টাপাল্টা না লিখে , না বলে ওদের জন্য দোয়া করুন, যাতে আজকের ম্যাচটার ফল আশানুরূপ হয়।

ইনশাহ আল্লাহ, এরাই একদিন বিশ্বকাপ এনে দিবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.