আর্জেন্টিনার সাপোর্টারগন ২০০৬ মনে পড়ে কি?
আর্জেন্টিনার জন্য ২০০৬ বিশ্বকাপের সাথে এই বিশ্বকাপের যথেষ্ঠ মিল রয়েছে। সেবার গ্রুপ পর্বে সার্বিয়া কে হারিয়েছিল ৬-০ গোলে সেই ম্যাচে ৬টি গোল দিয়েছিল ৫ জন মিলে। এবার দঃকোরিয়াকে হারিয়েছে ৪-১ গোলে। সেইবার নিজেদের প্রথম খেলায় আফ্রিকান দল আইভরি কস্টকে হারিয়েছিল ২-১ গোলে মানে এক গোলের ব্যবধানে, এবার নিজেদের প্রথম খেলায় আফ্রিকান দল নাইজেরিয়াকে হারিয়েছে এক গোলের ব্যবধানে। সেবার গ্রুপে নিজের শেষ খেলায় শক্তিশালী ইউরোপিয় দল নেদারল্যান্ডের সাথে গোলশুন্য ড্র করেছিল। এবার গ্রুপে নিজের শেষ খেলায় অপেক্ষকত কম শক্তিশালী ইউরোপিয় দল গ্রীসের সাথে ড্র করতে করতে শেষ মুহুর্তে ২টি গোল দিয়ে জিতেছে।
এখনো যারা আর্জেন্টিনার ২০১০ ও ২০০৬ এর বিশ্বকাপের মধ্যে মিল খুজে পাচ্ছেন না
তাদের জন্য বলছি
২০০৬ এ ২য় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ম্যাক্সিকো
২০১০ এ ২য় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ ম্যাক্সিকো!!!!
২০০৬ এ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল জার্মানী
২০১০ এ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে জার্মানী!!!
(যদি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় এবং জার্মানী এখন থেকে সব ম্যাচ জিতে।)
ম্যারাডোনা যুগের পর থেকে আর্জেন্টিনা একবারও কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারেনি।
তবে এবার খেলোয়ার হিসেবে না হলেও কোচ হিসেবে ম্যারাডোনা আছে।
দেখা যাক এবার কি হয়.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।