আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে আরো চার বছরের জন্য দেশটির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি শেষ হওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে ০-৪ গোলে হেরে ওই আসর থেকে বিদায় নেয়। লজ্জাজনক পরাজয়ের পর ম্যারাডোনা কোচের পদ থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন। তবে, আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুলিয়ো গ্রোনডোনা আগামী সপ্তাহে ম্যারাডোনার সাথে সাক্ষাত করে তাকে আরো চার বছরের জন্য নিয়োগ দেবেন বলে বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে। .....
ম্যারাডোনা আবারো কোচ থাকছেন জেনে ভাল লাগলো। দুঙ্গাকেও ব্রাজিলের কোচ রাখা উচিত ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।