বল বীর! চির উন্নত মম শির!
কয়েকদিন ধইরে দ্যাক্তাছি ব্লগে আর্জেন্টিনা সাপোর্টারদের হৈ চৈ। আর্জেন্টিনা সাপোর্ট করেন ভাল কথা তাই বইলা , বাকি কেউ ফুটবল বোঝেনা বা ব্রাজিল আর পেলে ভুয়া এই জাতীয় পোস্ট দিয়া আনন্দ লাভের কারন বোঝা মুস্কিল।
ক্লাসের ৫ বা ৬ রোলের স্টুডেন্ট হয়া সরাসরি ক্লাশের ফার্স্ট বয়ের সাথে প্রতিযোগীতা করার হাস্যকর চেস্টা শুধু এরাই করে। আরে ব্রাজিলের আর্জেন্টিনাকে নিয়ে ভাবার আগে ইতালি , জার্মানি, ফ্রান্স এদের নিয়ে ভাবতে হয়, কারন বিশ্বকাপ ফাইনালে এরাই চ্যালেন্জ করে ব্রাজিলকে। আর্জেন্টিনার বিশ্বকাপ দৌড় বেশীরভাগ সময় প্রথম দশদিনেই শেষ হয়ে যায় কিনা!! এরপর বাংলাদেশের বেশীরভাগ আর্জেন্টিনার সাপোর্টাররা শুরু করে দল পাল্টানো, ব্রাজিলের বিপক্ষে কোন দল আছে সেটারে সাপোর্ট কর ,সেটা হেরে গেলে আবার আরাকটা।
বহুগামী হয়ে যায় বেচারারা!!! আহা!চুকচুক!
এরপরও প্রতি বিশ্বকাপের আগে এদের হাউকাউ থামেনা। ম্যরাডোনা হাতদিয়ে গোল দেয়ার পর এরা বলে ঈশ্বরের হাত, অথচ তার কিছুদিন পরেই ব্রাজিলের তুলিও আর্জেন্টিনার সাথে একই ভাবে হাত দিয়ে গোল দিলে সেটাকে ওরা বলল শয়তানের হাত- এমনই কাওটা এরা।
আরে , ব্রাজিলের সাপোর্টাররা ৮৬ র আগে থেকেই সুন্দর ফুটবলের ভক্ত। ম্যরাডোনা ভাল প্লেয়ার, অনেক ব্রাজিলের সাপোর্টারেরই ম্যরাডোনার খেলা ভাল লাগে, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলের প্লেয়ারদের সহ্যই করতে পারেনা।
তাই আমার মনে হয় বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টরা দুইরকম...
প্রথম দল - এরা কিছুকাল আগে ম্যারাডোনাকে নিয়ে হটাৎ লাফালাফি দেখে কাছের কাউকে জিজ্গেস করেছিল, আচ্ছা ম্যারাডোনা কোন দলে খেলে ইংল্যন্ড না স্পেন?
- ধুর ব্যটা।
আর্জেন্টিনা।
-ও হ্যা হ্যা আমিতো আর্জেন্টিনারই সাপোর্টার।
দ্বিতীয় দল-এরা সারাক্ষন তালগাছ নিয়ে ঘুরাঘুরি করে। আর খেলা নিয়ে কোন আলোচনাতেই এরা তালগাছটা ধরে রেখে কথা বলা শুরু করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।