দৌড়ের উপ্রে থাকলে এইখানে বইসা একটু জিরান, হাসেন।
১.
আমার মডারেশন স্ট্যাটাসে লেখা আছে: "আপনি একজন সাধারন ব্লগার। আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে।"
- কিন্তু কই? সেই শুভক্ষণের দেখা তো এখন পর্যন্ত পেলাম না। প্রথম পাতায় লেখা প্রকাশিত হলে বুঝবো কিভাবে? নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে?
২.
আর বলা হয়েছে: "সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে।"
- এটা আবার কোন পাতা? সংকলিত পাতাটা কোনটা?
৩ .
জেনারেল বা সাধারণ ব্লগার" থেকে আমি "সেফ বা নিরাপদ" ব্লগার কতদিন পর হবে আর কিভাবে হবে? সেফ ব্লগার হওয়ার জন্য কি আমাকে নিয়মিত ভালো ভালো পোস্ট করা লাগবে নাকি কোনো পোস্ট না করলেও একটা নির্দিষ্ট সময়ের পরে সেফ ব্লগার করা হবে? কতদিন পরে সেফ ব্লগার করা হয়?
৪.
"আমার প্রিয় পোস্ট" নামক একটা অপশন রয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে এই অপশনটি কোনো কাজ করছে না, মানে কোনো পোস্টকে প্রিয়তে রাখা যাচ্ছে না? কিভাবে রাখবো?
৫.
পোস্টে কমেন্টের জবাবে দেখলাম অনেকে "" - এ ধরনের বিভিন্ন ইমোটিকন দিয়ে থাকে। অথচ আমি নতুন পোস্ট লেখার ক্ষেত্রে ইমোটিকন যোগ করতে পারলেও কমেন্টের জবাবে কোনো ইমোটিকন যোগ করতে পারছি না। কিভাবে করবো?
কেউ কেউ দেখলাম আমার ব্লগে ভিজিট করছেন। সুতরাং এ ব্যাপারে একটু পরামর্শ দিলে উপকৃত হবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।