আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ আর আমাদের লাফালাফি-এইসব কি একটু বেশী বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?

মানুষ মাত্র ভুল
এই পরিমান কাপড় বা টাকা দিয়ে কি আমরা এর চাইতে ভাল কোন কিছু করতে পারতাম না? রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকায় বাড়ির ছাদ থেকে পতাকা লাগানো বাঁশ নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্রাজিল সমর্থকের পিতার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিস্তারিত ব্রাজিলের পতাকা ঊড়াতে গিয়ে যুবকের মৃত্যু [link|http://www.samakal.com.bd/details.php?news=16&view=archiev&y=2010&m=05&d=30&action=main&menu_type=&option=single&news_id=68855&pub_no=351&type=| পিবিসি নিউজঃ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ফুলবাড়ীয়া উপজেলা বিভিন্ন দেশেরে পতাকায় বর্নিল সাজে সেজেছে। ফুলবাড়ীয়া সদর আছিম কেশরগঞ্জ দেওখোলাসহ ছোট বড় বাজার বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল আর্জেন্টিনা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। নিচে ব্রাজিলের পতাকা এবং সমর্থকদের একটা ছবি ছিল।

যে সাইট থেকে ছবি লিঙ্ক করেছি সেই সাইট ডাউন থাকায় ছবি আসছে না বিস্তারিত পতাকা উড়ানো নিয়ে ব্রাজিল ও আজেন্টিনা সমর্থক সহদরের মধ্যে হামলা-পাল্টা হামলা] ঈশ্বরদীতে ব্রাজিলের পতাকা পুড়িয়েছে আর্জেন্টিনার সমর্থকরা আর্জেনটিনার এক সাপোর্টার তার বাসায় রান্নার তরকারীতে 'হলুদ' দেয়া নিষিদ্ধ ঘোষনা করেছেন!!!! কারণ, হলুদ ব্রাজিলের রং......এটাকে কি বলা যেতে পারে??সুত্র আমরা কি ওদের মতো হতে পারি না? আমার এই পোস্ট হয়তো অনেকের কাছেই খারাপ লাগতে পারে। কিন্তু একটু ভেবে দেখুন আমরা কি করছি? কেন করছি? আমরা কোন দিকে যাচ্ছি। ফুটবল আমিও দেখি। এবং লেংড়া লোলা হলেও একটা টিমকে সাপর্ট করে আসছি সেই ছোট বেলা থেকে। কিন্তু আজ পর্যন্ত এই নিয়ে কারো সাথে ঝগড়া করি নাই।

আমার ঘরেই তিন দল। এক টিভির সামনে বসে আমরা খেলা দেখি। আমাদের নিজের দেশ বাংলাদেশ হলে একটা কথা ছিল। জামরা যাদের জন্য এইসব করছি হয়তো ওরা বাংলাদেশ নামে যে একটা দেশ আছে সেটাই জানে না অনেকে। দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না।

আমি সব দলের প্রতি শ্রদ্ধ্যা রেখেই বলছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.