প্রতিদিন
ফিউশন ফাইভ আপনারে কইতাছি, আপনে এত গোয়েন্দা তথ্য নিয়া ঘুমান ক্যামনে!- এই শিরোনামে বহুত দিন আগে (০৯ ই মে, ২০০৯ রাত ১২:৩৭ ) বদ্দারে গালমন্দ কইরা একখান পোষ্ট ছাড়সিলাম। তার পর বহুত দিন গেসে। বদ্দার বদদোয়ায় আমি ব্যান হৈয়া প্রায় বচ্ছরখানেক বেহুশ হৈয়া মইরাছিলাম। যক্খন ব্যানমুক্ত হৈসি- দেখি ফিউশন বদ্দারে আর দেখা যাইতেসে না । এই লোক সর্বশেষ পোষ্ট দিসেন দেখলাম ০২ রা মে, ২০১০ রাত ৯:৫৪ সময়ে। সর্বশেষ লগডইন ছিলেন ৩৪. ১৭ ই জুন, ২০১০ রাত ৩:৩৬ সময়ে। তার পরে দেশে বহুত ঘটন-অঘটন ঘইটা যাইতাসে। যুদ্ধাপরাধীগো বিচার লই সরকারি পা-পিছলানো রঙ্গ তামাশা, মিডিয়ার উপ্রে খবরদারি, ফিফা বদ্দার হোমকান্ট্রি চাটগাঁয় মাসলম্যঅন মহিউদ্দিনের পরাজয়- এমনকি বর্ষা আইসা গেছে বঙ্গ দেশে। কিন্তু ফিফার খোঁজ নেই। বদ্দা কি টায়ার্ড, নাকি ব্যান?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।