আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ প্রিয়তম

মিথ্যে এ স্বপ্ন আকা

যখন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি ফেরারী মেঘের ছুটে চলা, কিংবা মেঘলা দিনে খুব অভিমান করে থাকা আকাশের থমথমে মুখ। বাদলা দিনে একটানা কেদে যাওয়া আকাশটাকে দেখলে মনে হয় ও খুব দুঃখী। ঠিক আমার মত... ভালবাসা হারানো মানুষ গুলোর মত। কোন কোন দিন খুব ভোরে উঠে আকাশকে দেখি, মনে হয় আনেক ভালবাসা দিয়ে ঘিরে রেখেছে। কেমন উদাসী উদাসী ভাব নিয়ে ঢেকে রেখেছে নিজের নীল কষ্টগুলোকে।

আবার দূপুরের খর রোদে মনে হয় বড্ড খেপে আছ তুমি... অসহ্য রাগে পুড়িয়ে দিতে চাও সব। যেন বৈশাখী ঝড়ে লন্ডভন্ড করে দিবে সব। তখন খুব ভালবাসতে ইচ্ছে করে তোমাকে... ইচ্ছ করে ভালবেসে ভুলিয়ে দেই তোমার সব কষ্ট, দুঃখগুলো। ভালবাসা চার অক্ষরে আকা শব্দটা আজও অচেনায় রয়ে গেল আমার..। কোন এক রুপালী বিকালে মনে হয় তুমি আমারই মত খুব লাজুক এক নারী, লাল হয়ে আছ অকারন লজ্জায়।

যখন নীরব রাতে ঘুম আসে না, তোমাতে তাকিয়ে মনে হয় তুমিও বড় নিঃসঙ্গ। তারার প্রদিপ জ্বেলে খুজছ আমারই মত নিঃসঙ্গ কাওকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।