আমাদের কথা খুঁজে নিন

   

কাব্যচূর্ণ (৭, ৮, ৯)

শেষ বলে কিছু নেই

৭ নৈঃশব্দ পান ক’রে আমি হই আকণ্ঠ মাতাল, নামে কুয়াশা- একটি দুটি ক’রে শব্দের বৈদেহী আত্মারাও নেমে আসে ঘাসে; যে সব শব্দদের আমি মল্লযুদ্ধে হত্যা করে নির্মাণ করেছি কবিতা... আহা! তারা আমাকে নিয়ে রাতভ’র কানামাছি খেলে আর ক্রুর হাসে ৮ হঠাৎ হানা দেয় সন্ধ্যা, আক্রান্ত বিকেল নদীর আঁচলের তলে লুকোলে নদী মায়াবতী! ঢেউগুলো ধ্রুপদ নর্তকী, আয় আয়, চন্দ্র ডাকে... এ ওকে হাতছানি দেয়, চারদিকে ফেনায়িত হয় এক আশ্চর্য আহ্বান! শুধু কবিকেই ডাকে না কেউ, একপিণ্ড মুক-অন্ধকার হয়ে বসে থাকে ৯ কবি ও কাক, দুই-ই অন্ধকার, এ দু’য়ে মিলেমিশে কৃষ্ণ-অবতার! ওদিকে পড়ন্তবেলায় রাধিকার অঙ্গ ছুঁয়ে হৃদ-যমুনা মাতাল হয় কবি ডেস্কটপে বসে গোপীগণের সাথে আপনমনে শব্দজট খেলে আর এদিকে চিরকালীন বিরহ-দর্শন নিয়ে বিচলিত কাক মহাশয়... (ক্রমশ...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।