আমি একজন অলস মানুষ...
ব্রাজিলের খেলা আজ ভালুই লাগতেছিলো। কাকা পুত্তুম আর তৃতীয় দুইটা গোল বানাইয়া দিলো। আর তারপরেই যেন ব্রাজিলের উপর ঠাডা পড়ল। এলানো ল্যাং খাইয়া এলাইয়ে পড়ল। বন্ধুরে এইরাম শুইয়া পড়া দেইখ্যা কাকা মনে হয় মাথা ঠান্ডা রাখবার পারে নাই।
প্রথম কার্ডটা খাইসে বিনা কারণে, কি দরকার ছিলো থাবড়া দিয়া বলডা নিতে যাওয়ার?!?! আর শেষের কার্ডটা নিয়া মনে হয় কেউ আপত্তি করবার পারবে না। সে আসলেই কনুই মারসিলো।
আইজ কাকার খেলা দেইখ্যা মনে হইতেছিলো সে একটু একটু ফর্মে ফেরত আসতেছে। এইরাম সময়ে লালকার্ড খাইয়া মাঠ ছাইড়া তার নিজেরও ক্ষতি, দলেরও ক্ষতি আর আমরা যারা ভালো খেলা দেখনের লাইগা বইসা থাকি তাদেরও মনে কষ্ট। এরপরের ম্যাচগুলাতে তো ব্রাজিল আরো খোলসের ভিতরে ঢুইক্যা পড়ব।
ব্রাজিল টিমে কাকার রিপ্লেসমেন্ট কিডা? কাকা কি খেলনের সুযোগ পাইব এই বিশ্বকাপে? কাকারে ছাড়া ২য় রাউন্ডে বাইচান্স স্পেনের সামনে পড়লে ব্রাজিলের তো খবর হইয়া যাইব!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।