আমাদের কথা খুঁজে নিন

   

রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা--- বাবা দিবসে বাবার জন্য

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

যদিও কোন দিবস দিয়ে ভালবাসা শ্রদ্ধা সীমাবদ্ধ করা যায়না, তবে কখনো কখনো তা যান্ত্রিক জীবন যাপনে মনে করার মাধ্যমও হয়ে উঠে। সেই ১৯৯১। রাত ৩টা পর্যন্ত বাবার সেবা করে শুতে যাচ্ছিলাম। শেষবার ডাকলেন -এখানে শোও, বলে ইশারা করলেন বিছানায়। তখন তো বুঝিনি।

বল্লাম এইতো পাশের ঘরে আছি। ডাকলেই চলে আসব!... আর আসা লাগেনি কোনদিন। ভোর ৫.৩০এ বোনের কান্না শূনে দৌড়ে এসে দেখি সব শেষ। স্তব্দতায় মূঢ় হয়ে গেলাম। ..... দেখতে দেখতে কিভাবে যুগ পার হয়ে যায়।

সেদিনের অবোধ কিশোর এখন আরেক কিশোরের বাবা। সময় -- সত্যি সময়ের কি মধুর-নিষ্ঠুর খেলা!আসা আর যাওয়া। . ..শিমূল তলায় বাধানো সেই শেষ ঠিকানায় কতদিন যাইনা....ব্যস্ততা, কর্পোরেট জীবনের ঘানি টেনে কত বাহানায় নিজেকে প্রবোধ দেই.... কাল আমার সমাধীতে যখন শূণ্য একাকী থাকব তখন কি এই প্রবোধ আমায় সান্তনা জোগাবে????? আজ অনলাইনে, ব্লগিংয়ে আবেগকে শেয়ার করে আমরা যেই সান্তনা তৃিপ্ত আর সুন্তুষ্ঠি পেতে চাই --কালকে আমার মনে কি তাতে সেই পূর্ণতা আসবে !!!! তাই শুধূ প্রার্থনা--" রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা" হে প্রভু, আমার পিতা-মাতাকে ভাল রেখ, শান্তিতে আদরে সূখে রেখ, যেভাবে তারা আমাদেরকে রেখেছের আমাদের শৈশবে; কিংবা তারচেও বেশি। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.