আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষা করুণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এলো বলে " রাব্বির গায়ে কোন গুলির চিহ্ন পাওয়া যায়নি । এটা বিরোধীদলের যুদ্ধাপরাধীদের বাঁচানোর একটা অপচেষ্টা . . . "

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... “মা গোলাগুলি অইতাছে। আমি দাদীরে ডাকবার গেলাম। দাদীরে নিয়ে আসতাছি। ” মাকে এ কথা বলে আজ দুপুরে বাড়ি থেকে বের হয় ১০ বছর বয়সী শিশু রাব্বী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় এলাকায় দাদী গরু চরাচ্ছিলেন।

সেই দাদীকে ডেকে আনতে গিয়ে জব্বারের মোড় এলাকায় ছাত্রলীগের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় সে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে ৩টায় সে মারা যায়। কয়েক বছর যাবত এক আতঙ্কের নাম এই ছাত্রলীগ। এমন কোনো অপরাধ নাই যা তারা বাদ রাখলো। ইতিহাসে তোমাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে !!!!! এগিয়ে চলো - বিশ্বজিৎ গেল রাব্বী গেল আর কতটা লাশ পড়লে সন্তুষ্ট হবে তোমরা ? অপেক্ষা করুণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এলো বলে " রাব্বির গায়ে কোন গুলির চিহ্ন পাওয়া যায়নি ।

এটা বিরোধীদলের যুদ্ধাপরাধীদের বাঁচানোর একটা অপচেষ্টা . . . " void(1); ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.