আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কাছে প্রাণের মূল্য অনেক বেশি: আইএসপিআর

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় উদ্ধার অভিযানে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। আইএসপিআরের পরিচালক শাহিনুল ইসলাম বলেছেন, একটা মানুষ জীবিত থাকা পর্যন্ত উদ্ধার কাজ চলবে। আমাদের কাছে প্রাণের মূল্য অনেক বেশি।
আজ বেলা সাড়ে ১২টার দিকে সাভারের দুর্ঘটনাস্থলের পাশের একটি ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে আইএসপিআরের পরিচালক এসব কথা বলেন।
শাহিনুল ইসলাম জানান, রানা প্লাজা ধসের ঘটনায় এখন পর্যন্ত দুই হাজার ৭৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪১৯ জনকে। আজ ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.