নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বামনী নদীতে ট্রলার ডুবিতে ২জনের মৃত্যু হয়েছে।
জানায়, আজ সকাল সাড়ে দশটায় গাংচিল আবাসন প্রকল্প (আশ্রায়ন ) থেকে হেঞ্জু মাঝির ঘাটে যাওয়ার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি যাত্রীবাহি ট্রলার বামনী নদীতে ডুবে যায়। ট্রলারের ৪৫জন যাত্রীর মধ্যে ৪৩ জন সাঁতরে কুলে উঠে যায়।
নিখোজ নুর মাওলা ও সেকান্তর নামে ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে এলাকা বাসী।
চরএলাহী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল খালেক জানায়, ট্রলারের যাত্রীরা ইউনিয়ন পরিষদে ত্রানের চালের জন্য আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।