সবার ধারনা ভুল প্রমান করে মন্জু সাহেব নির্বাচিত হোলেন। মহিউদ্দিন সাহেবের নাম ডাক সব মুছে দিয়ে অপ্রত্যশিত ভাবে তিনি বিজয়ী হলেন। প্রাথমিক ভাবে মহিউদ্দিন সাহেবই এগিয়ে ছিলেন। BNP সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন। রাস্তাই মিছিল বের করে।
জ্বালাও পোরাও সুরু করে। হটাৎ পরিবেশ পাল্টাতে থাকে। দল ক্ষমতাই; পাবলিক উন্নয়নের জন্য মহিউদ্দিন সাহেবকে ভোট ডিবেন এটাই স্বাভাবিক। But সবাইকে অবাক করে মন্জু সাহেব বিপুল ভোটে নির্বাচিত হোলেন। এখানে কি সরকারের কোন কারসাজি আছে? সরকার কি ইচ্ছে করে আওয়ামীলীগের ইমেজ ক্লিন করার জন্য এটা করেছে?কারন আমার যতটুকু মনে হয় ঢাকায় আওয়ামীলীগের অবস্থান শক্ত না,আওয়ামীলীগ চাচ্ছে ঢাকার মেয়র পদটা অবশ্যই দখলে রাখতে।
তারা যে কোন মুল্যে ঢাকাই তাদের মেয়র রাখবে। আর তখন যদি বড় কোন কারচুপির অভিযোগ আসেও;জনগণ তাদের বিশ্বাস করবে,কারন তারা প্রমান করছে যে তারা নিরপেক্ষ। চিটাগাং নির্বাচন দেখিয়ে তারা যে কোনোকিছু ধামাচাপা দিতে পারবে। হয়তো আরও যুক্তি দেওয়া যেত,কিন্তু সময় অল্প। পাঠক আপনারা কি মনে করেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।