আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা টু চিটাগাং- ১ (কমলাপুর )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন ।

এই বিষয়ে আগের পোষ্ট দেখতে পারেন এখানে........... Click This Link গত ১৪ নভেম্ভর রোজ শনিবার ছিল আমাদের হাটার প্রথম দিন । সকাল ১০টায় হাটা শুরুর কথা থাকলেও আমরা হাটা শুরু করি বেলা ১২টায় । এক ষ্টপেজ থেকে আরেক ষ্টপেজ পর্যন্ত আমি এক একটা পোষ্ট দিব । প্রথম দিনের প্রথম ষ্টপেজ কমলাপুর থেকে তেজগাঁও । বাসের সর্বশেষ সিটে বসেও তিন পথচারীর মুখে অমলিন হাসি ।

কমলাপুর রেল ষ্টেশনে ঢুকার পরই যারা আমাদের অভিনন্দন জানালো একজন সূখী মানুষ ফাঁকা প্লাটফর্ম কমলাপুরের কমলারাণী আমাদের হাটার পথে প্রথম ট্রেন খিলগাঁও ফ্লাইওভার পার হওয়ার পরই রেল লাইনের ওপর ঝুকিপূর্ণ বিশাল কাচা বাজার । কাঁচা বাজারের তিন শিশু কর্মী ক্যামেরায় এভাবেই পোজ দেয় কিছু না খেয়ে আর কত হাটা যায় ? এফডিসি সংলগ্ন কাওরান বাজারের বিশাল বস্তি, এমন গিঞ্জি বস্তি দেখা এটাই আমার প্রথম । আরেকটা ব্যাপার বিশেষভাবে লক্ষনীয়, এখানে মাদক অতি সুলভ । আমাদের সামনে ওরা গাজা ও অন্যান্য মাদকদ্রব্য নিয়ে ওপেন বসে থাকল, কেওবা ডাকাডাকি করল ওদের কাছ থেকে কেনার জন্য । আবার একজনের হাতে ক্যামেরা দেখে একে অপরকে সতর্ক করাটাও চোখে পড়ল ।

মনে হল এ যেন মাদকের হাট । ওদের রান্না-বান্না চলছে বলা চলে চলন্ত ট্রেনের নীচেই একটু গলা ভেজানো দরকার অতঃপর পৌছলাম তেজগাঁও ষ্টেশনে । [img|]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.