আমাদের কথা খুঁজে নিন

   

মহিউদ্দিনকে নিয়েই নগরীর উন্নয়ন চান মনজুর



সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন করতে চান নবনির্বাচিত মেয়র এম মনজুর আলম। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর সাংবাদিকদের কাছে প্রথমবারের মতো বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মনজুর বলেন, "তিনি (মহিউদ্দিন) আমার বড় ভাই, আমি তাকে শ্রদ্ধা করি। আমি তার কাছে গেলে তিনি তো আমাকে আর তাড়িয়ে দেবেন না। " মনজুর এজন্য মহিউদ্দিন চৌধুরীর বাসায়ও যাবেন বলে সাংবাদিকদের জানান। বৃহস্পতিবারের নির্বাচনে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরপর তিনবার নির্বাচিত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন তারই এক সময়ের শিষ্য বলে পরিচিত মনজুর।

তিনবার উত্তর কাট্টলীর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ার পাশাপাশি বন্দরনগরীর ভারপ্রাপ্ত মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। চট্টগ্রামের উন্নয়নে সরকারের সহযোগিতা চান উল্লেখ করে মনজুর বলেন, "আমিও সরকারকে সহযোগিতা করতে চাই। দলমত নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাবো। " মনজুর জানান, মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে তিনি অগ্রাধিকার ভিত্তিতে নাগরিক সেবাকে প্রধান্য দেবেন। বিশেষ উদ্যোগ নেবেন নগরীর জলাবদ্ধতা নিরসনে।

নির্বাচিত করে সেবা করার সুযোগ দেওয়ার জন্য নগরবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "নগরীর উন্নয়নে নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নে সচেষ্ট থাকব। " বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এই প্রার্থী দলীয় দৃষ্টিভঙ্গী থেকে নয়, নাগরিক সেবার দৃষ্টিকোণ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনকে পরিচালনার অঙ্গীকার করেন। তার প্রধান নির্বাচনী সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার যে অভিযোগ করেছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে মনজুর বলেন, "এবারের নির্বাচনে পরিবর্তনের পক্ষে জোয়ার এসেছে। " আমীর খসরুর বক্তব্য বিজয়ী মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডকে জনগণ কীভাবে নিচ্ছে তা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রায়ই বলে দিয়েছে। "এ পরিবর্তন সারাদেশের মানুষের মনের কথা।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.