আমাদের কথা খুঁজে নিন

   

মহিউদ্দিনকে আবার মেয়র চান নাসিম

বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি তার এই আকাঙ্ক্ষার কথা প্রকাশ কেরন।

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে চট্টগ্রামের শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে ওই মতবিনিময় সভায় তিন বারের মেয়র মহিউদ্দিনও ছিলেন।

বক্তব্যের শেষ দিকে পাশে বসা মহিউদ্দিন চৌধুরীকে দেখিয়ে নাসিম বলেন, “আবার বলবেন না যে আমি নমিনেশন দেই। নমিনেশন দেয়ার মালিক আমি না। নমিনেশন দেন শেখ হাসিনা।

“কিন্তু আমার ইচ্ছা-স্বপ্ন যে- মহিউদ্দিন ভাই আবার একবার মেয়র হোক। আওয়ামী লীগকে নিয়ে এগিয়ে যাক। ”

নাসিমের কথা শুনে পাশে বসা মহিউদ্দিন হেসে উঠেন । এসব কথা বলার সময় নাসিম ডান হাতে মহিউদ্দিনের হাত ধরে ছিলেন।

২০১৩ সালের ১১ সেপ্টেম্বর নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে আর মেয়র নির্বাচন করবেন না বলে জানান মহিউদ্দিন।

ওই সমাবেশে এক সময়ের রাজনৈতিক শিষ্য বর্তমান সিটি মেয়র এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ মঞ্জুর আলমকে সহযোগিতার আশ্বাসও দেন মহিউদ্দিন চৌধুরী।

এরপর থেকে কোথাও প্রকাশ্যে আর মেয়র নির্বাচনের বিষয়ে মহিউদ্দিন কোনো মন্তব্য করেননি।

১৯৯৪ সালে মহিউদ্দিন চৌধুরী প্রথমবারের মত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এরপর আরও দুইবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হন।

২০১০ সালের ১৭ জুন সিসিসি নির্বাচনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে ‘রাজনৈতিক শিষ্য’ বর্তমান মেয়র  মঞ্জুরের কাছে হারেন মহিউদ্দিন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.