আমি একজন ক্রিয়েটিভ ডিজাইনার......
প্রথম ম্যাচের তারিখ - ১৩ জুলাই, ১৯৩০ সাল
প্রথম স্বাগতিক দেশ - উরুগুয়ে
প্রথম ম্যাচের প্রতিদ্বন্দ্বী দু'দল - ফ্রান্স বনাম মেক্ষিকো
প্রথম ম্যাচের বিজয়ী দল - ফ্রান্স (৪-১)
প্রথম গোল - লুই লরেন্ট (ফ্রান্স )
প্রথম রেফারি - জা ল্যাংগোনাস ( বেলজিয়াম )
প্রথম হ্যাটট্রিক - জিলারমো স্ট্যাবিল ( আর্জেন্টিনা )
প্রথম লাল কার্ড - মেরিও বেলকেসেম ( পুরু )
প্রথম ফাইনালের প্রতিদ্বন্দ্বী দু'দল - আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
প্রথম ফাইনাল ম্যাচের প্রথম গোল - পাবংলা ডোরাডো
প্রথম ফাইনালের রেফারি - জা ল্যাংগোনাস
প্রথম জার্সি নাম্বার প্রচলন - ১৯৩৮ সালের বিশ্বকাপ এ
প্রথম মাসকট প্রচলন - ১৯৬৬ সাল
প্রথম একটানা সর্বাধিক ম্যাচে জয় - ব্রাজিল ( ১৯৭০ সালে ৬টি ম্যাচে )
প্রথম প্লে অফ ম্যাচ - ১৯৩৮ সালে ( ইটালি বনাম স্পেন )
প্রথম আত্তঘাতী গোল - গঞ্জালেস ( ১৯৩০ সালে, প্যারাগুয়ে )
১৯৫৪ সালের বিশ্বকাপ এ পশিম জার্মান দলে প্রথম যময দুই ভাই অংশগ্রহণ করেছিল...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।