পাহারেড় কান্না কেউ শোনে না। কাটছে মানুষ, মরছে মানুষ। মানুষই পাহাড় কেটে তৈরী করছে মরণ ফাঁদ আর সেই ফাঁদেই মরছে মানুষ। যারা পাহাড় কাটে তারা ক্ষমতাশালী বিত্তবান, আর যারা মরে তারা সাধারণ নীপিড়িত আম জনগণ। পাহার কাটা নিয়ে কত কথা কত প্রতিবেদন।
পাহাড় খেকোদের বিরুদ্ধে রাষ্ট্রের হুংকার- পাহাড় কাটলে কঠোর ব্যাবস্থা, কাউকেই ক্ষমা করা হবে না, আরো কত কি। তা ঐ পর্যন্তই। পাহার খেকোরা পাহাড় খেয়েই যাচ্ছে আর নীরিহ আম জনগণ মরেই যাচ্ছে। পাহাড় ধসে মরলে কথা হয়। গাছ কাটলে গোল টেবিল হয়।
লঞ্চ ডুবলে টিভি পর্দার ফুটেজ হয়। খুন হলে কার আমলে কত খুন হলো তার সংখ্যা গণনা হয়। কিন্তু কোনটার কোন আইনানুগ বিচার, কিংবা সঠিক আইনের প্রয়োগ আমার তিন যুগের বয়সে চোখে পরেনি। আমি শতভাগ সন্দিহান আসলে আমার বাংলাদেশ কোন বিধানে চলছে? কে চালাচ্ছে? কার নির্দেশ পালিত হচ্ছে? এই ভেবে।
আমার বাংলাদেশ হোক সকলের, সম-অধিকারের
আমার বাংলাদেশ হোক আইন ও সংবিধানের
আমার বাংলাদেশে প্রকৃতি বেঁচে থাকুক তাঁর নিজস্ব রূপে
এই প্রার্থনা মহান আল্লাহর কাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।