নিঃসঙ্গ এক পাহাড়
তোমরা দেখেছোতো না?
সেই যে অস্তগামী সূর্য যার পেছনে লুকোয়..?
আর ঐ পাহাড়ের জমাট দুঃখের কান্না
তোমরা দেখে অনুভব করেছো কি?
ঐ যে যা আমরা ঝর্ণা ভেবে ভুল করি!
পাহাড়ের আবার কিসের নিঃসঙ্গতা?
কিসের কান্না?
এতই সহজ বুঝি ঐ পাথর-মাটির প্রাণময় স্পন্দন?
হেসেই উড়িয়ে দাও তোমরা!
হায়রে..তাইতো বলি...
তোমরা দেখো যা ঝর্ণা..
আমার কাছে তা কান্না
আমার অনুভবে যা নিঃসঙ্গতা
তোমাদেরই কাছে তা পাহাড়সম স্পর্ধা
তোমাদের সেই স্পর্ধা দুঃখ দেয় আমাকে
তোমাদের ভাবা সেই ঝর্ণা,
অঝোর কান্না হয়ে,
ধরা দেয় আমার কাছে..
..আমিই যে সেই নিঃসঙ্গ একাকী পাহাড়
অস্তগামী সূর্যের কান্নাও যার পেছনে লুকোয়.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।