আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের রানের পাহাড়

কিউই ইনিংসের দশম ওভারে মার্টিন গাপটিলের ক্যাচ ফেলেছিলেন জোনাথন ট্রট। সে সময় গাপটিলের নামের পাশে মাত্র ১৩ রান। এই একটি ক্যাচ মিস করার জন্যই ইনিংসের বাকিটা সময় আক্ষেপে পুড়তে হয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে। ক্যারিয়ার-সেরা অপরাজিত ১৮৯ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ৩৫৯ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন এই ডানহাতি ওপেনার। এই ইনিংস দিয়ে গাপটিল ছুঁয়ে ফেলেছেন ভিভ রিচার্ডসের একটি রেকর্ডও।


এত দিন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংসটি ছিল উইন্ডিজ কিংবদন্তির। আজ ১৫৫ বলে ১৯টি চার ও দুই ছক্কা মারা ইনিংসটি দিয়ে ঠিক ১৮৯ রানই করেছেন গাপটিল। গাপটিলের ব্যাট যেন হাসছেই। আগের ম্যাচেই করেছিলেন ১০৩ রান। তাঁর আগে নিউজিল্যান্ডের পক্ষে ইংল্যান্ডের মাটিতে টানা দুই ওয়ানডে সেঞ্চুরির কৃতিত্ব ছিল কেবল মার্ক গ্রেটব্যাচের।

সেই রেকর্ডটিও ২৩ বছরের পুরোনো।
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় দিয়ে ওয়ানডে সিরিজের শুরু করা নিউজিল্যান্ড এ ম্যাচেও আছে সুবিধাজনক অবস্থানে। রোজ বোলে ৩৫৯ রানই সর্বোচ্চ দলীয় স্কোর। অর্থাত্ জিততে হলে আজকেই গড়া রেকর্ডটা আবার ভাঙতে হবে ইংল্যান্ডকে। না হলে তিন ম্যাচের সিরিজটি এখানেই হেরে যাবে স্বাগতিকেরা।

এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভার শেষে দুই ওপেনারকে হারিয়ে ৮০ রান তুলেছে ইংল্যান্ড।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি নিউজিল্যান্ড। তৃতীয় ওভারেই অ্যান্ডারসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন একসময় অস্ট্রেলিয়ার হয়ে খেলা রনকি। তবে দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান গাপটিল ও কেন উইলিয়ামসন। ইনিংসের ২৫তম ওভারে এই জুটি ভেঙে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান গ্রায়েম সোয়ান।

৫৫ রান করে ফিরে যান উইলিয়ামসন। তবে ইংল্যান্ডের এই স্বস্তি দীর্ঘস্থায়ী হতে দেননি গাপটিল ও রস টেলর। তৃতীয় উইকেটে আরও একটি শতরানের জুটি। ৪২তম ওভারে ৬০ রান করে আউট হন টেলর। শেষ দিকে উইকেটে এসে স্বভাবসুলভ মেরেকেটে খেলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

চতুর্থ উইকেটে তাঁর আর গাপটিলের জুটি মাত্র ৫০ বলে ১১৮ রান যোগ করে। ১৯ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন ম্যাককালাম। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.