মোবাইল ফোনের মাধ্যমে রেলওয়ে টিকেট কেনার বিষয়টি চালু হয়েছে গত ১৪ মার্চ থেকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চালু হয়েছে মোবাইল ফোনের ফ্লাই বুকিং পদ্ধতি।এখন থেকে ভ্রমণকারীরা তাদের মোবাইল ফোনের সাহায্যে এমিরেটসের ফ্লাইটে আসন বুকিং করতে পারবেন। সম্প্রতি এমিরেটস্ এয়ারলাইনে ভ্রমণকারীদের সুবিধার্থে http://www.emirates.com ওয়েবসাইট চালু করেছে। গ্রাহকরা ওয়েবসাইটে গিয়ে তাদের প্রয়োজনীয় ফ্লাইট বুকিং করার সুবিধা পাবেন। তিন হাজারের অধিক মোবাইল ডিভাইসের সাহায্যে এ ওয়েবসাইটে প্রবেশ করে ফ্লাইট বুকিং, মোবাইল চেক-ইন করা ছাড়াও বিশেষ কোন ফ্লাইটের সিডিউল, অবস্থা, ইন ফ্ল্যাইট সুবিধা সম্পর্কিত তথ্যও জানা যাবে।
এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল সেলডন বলেন, আমাদের মূল লক্ষ্য গ্রাহকদের সকল সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তারা আমাদের সাথে সহজে ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। গ্রাহকরা তাদের ইন্টারনেট সুবিধা সংবলিত মোবাইল ফোন থেকে http://www.emirates.com -এ লগ-ইন করলে তা স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে মোবাইল ভার্সনে চলে যাবে। প্রাথমিকভাবে ওয়েবসাইটটি ইংরেজী ভাষায় পাওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।