আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ বল (ফুটবল ম্যানিয়াক)


এখন চলছে বিশ্বকাপ মৌসুম চারেদিকে শুধু আর্জেন্টিনা,ব্রাজিল, জামার্নী নিয়ে আলোচনা সমালোচনা, কেউ বলছেন মেসি দেখিয়ে দেবে তো কেউ আবার কাকা কাকা বলে চিৎকার কিন্তু যাকে নিয়ে এত বাহাদুরী সেই বলের কথা কেউ আলাপ করছেনা তো এই সুযোগে আমি এক টু ফিফা আর উইকিপিডিয়া ঘেটে কিছু তথ্য জানাচ্ছি, এই বারের বিশ্বকাপ বল জাবুলানি (Jabulani) নিয়ে, জাবুলানি শব্দের অথ “Bringing joy to everyone” বাংলাতে প্রত্যেকের কাছে আনন্দ বয়ে নিয়ে আসা।এই বারের বলও প্রস্তুত করেছে জার্মান কোম্পানী এ্যাডিডাস এবং তারা ১১ সংখ্যাটিকে খুব প্রাধান্য দিয়েছে কারণ এইটা তাদের ১১ তম বার বিশ্বকাপ এর জন্য বল প্রস্তুত করছে এজন্য তারা বলে ব্যাবহার করেছে ১১ রকমের রং যা প্রতিনিধিত্ব করে ফুটবল মাঠের ১১ জন খেলোয়াড়কে এবং আফ্রিকার ১১ টি অফিসিয়াল ভাষাকে। বিশ্বকাপ ছাড়াও এই বলটি ব্যাবহার হয়েছিল 2010 African Cup of the Nations তখন ঐ স্পশাল ভার্সনটির নাম ছিল জাবুলানি এ্যাংগোলা এছাড়াও খেলা হয়েছে South Africa's Premier Soccer League সহ অনেকই। এবারের বিশ্বকাপ বল নিয়ে কিন্তু গবেষণা কম হয়নি! এ্যাডিডাস এবার Loughborough University কে নিয়ে গবেষণায় নেমেছিল যার ফলস্বরুপ তারা ডেভেলপ করেছে বলের সারফেস এবং সে জন্য তার বলের সারফেস টা করেছে textured with grooves দিয়ে যেটা বলের aerodynamics বৈশিষ্ট কে মজবুত করেছে এবং এ্যাডিডাস এই প্রযুক্তির নাম দিয়েছে GripnGroove। সবচেয়ে মজার কথা এই বলটা কিন্তু তৈরী হয়েছে চীনে অর্থাত আমাদের এশিয়াতে এবং এশিয়ান ম্যাটেরিয়ালস দিয়ে। এই বলের Latex Bladder তৈরী করছে ইন্ডিয়া, Thermoplastic Polyurethane-Elastomer নেওয়া হয়েছে তাইওয়ান থেকে এবং Ethylene Vinyl Acetate, Isotropic Polyester/Cotton Fabric, Glue এবং Ink নেওয়া হ য়েছে চীন থেকে। ওয়াকা ওয়াকা !!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.