ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
বর্তমান সময়ে সংবাদপত্র আজো অনেক জনপ্রিয় একটি গণমাধ্যম। এক সময় ছাপার অক্ষরে কিছু দেখলে মানুষ অকাট্য প্রমাণ হিসেবেই দেখত। এখন অতটা না হলেও মাধ্যমটির জনপ্রিয়তা কমেনি।
প্রতিদিন সংবাদপত্রে অনেক ধরনের ছবি ছাপা হয়। একটি ছবি যেন অনেক বড় একটি প্রতিবেদনের চেয়েও শক্তিশালী। (অনেক সময় বানোয়াট ছবি একটি সরকারকে বিপদে ফেলে দিতে পারে উদাহরণ- বাসন্তীর ছবি) )ফলে ছবির ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কিছু কিছু ছবি পত্রিকায় ছাপা হয় যে গুলো আমার মনে হয় না ছাপানোই উচিত।
একটি বাসায় যখন পত্রিকা রাখা হয় তখন তা বাসার কর্তা থেকে শুরু করে বাসার সব চেয়ে ছোট্ট সদস্যটি যে কেবল অ, আ, ক, খ পড়ছে সবাই পড়ে থাকে।
পত্রিকায় প্রথম পাতায় আমি যখন দেখি বিকৃত মৃতদেহের ছবি আমার নিজেরই খুব খারাপ লাগে। এটা যখন কোমলমতি শিশুরা দেখে তখন তা তাদের জন্য অনেক স্পর্শকাতর একটি বিষয় হয়ে দাঁড়ায়।
তাই পত্রিকাগুলোর সম্পাদকদের প্রতি আমার অনুরোধ, পত্রিকার পাতায় বিকৃত মৃতদেহের ছবি না ছাপিয়ে ঐ ব্যক্তির জীবিত থাকাকালীন কোন সুন্দর ছবি ছাপালে কি ভাল হয় না? বিকৃত মৃতদেহের ছবি দেখার চেয়ে সুন্দর একটি হাসিখুশী ছবি দেখলেও তো পাঠকের সহানুভূতি আসতে পারে। সকাল বেলা পত্রিকা দেখে মন খারাপ হয়। এমন কোন ছবি কি ছাপানো যায় না যাতে মন ভাল না হোক অন্তত মানুষের অনুভূতিতে যেন আঘাত না আসে।
এই ব্লগের সাংবাদিক ভাইয়েরা কি আমার এই কথাটিকে একটু ভেবে দেখবেন? আসলেই আমি অনেক অস্বস্তি অনুভব করি যখন পত্রিকার প্রথম পাতাটি হাতে নিয়েই দেখি বিকৃত মৃতদেহের ছবি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।